পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতি সারলেন সালমারা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি২০ বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। নিজেদের সেরা সাফল্যের আশা নিয়ে বিশ্বমঞ্চে খেলতে যাওয়া এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন টিম টাইগ্রেস দল জয়ের টাটকা আত্মবিশ্বাস সঙ্গী করেই নামতে যাচ্ছে বিশ্বকাপ স্বপ্নের লড়াইয়ে। অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ রানে জিতে প্রস্তুতি সেরেছে সালমা খাতুনের দল। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে মেয়েদের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। বৃহস্পতিবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রাখেন ওপেনার মুর্শিদা খাতুন। তাকে ভালো সঙ্গ দেন ফারজানা হক। তা সত্ত্বেও ২০ ওভারে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১১ রান। জবাবে জাহানারা আলম ও খাদিজাতুল কুবরার আঁটসাঁট বোলিংয়ে ১৯.৪ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৭ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দলটি। তৃতীয় উইকেটে নিগার সুলতানাকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মুর্শিদা। তবে তারা দুজন স্কোরবোর্ডে ২৪ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান নিগার। এরপর চতুর্থ উইকেটে ফারজানাকে সঙ্গে নিয়ে ৫২ রানের দারুণ জুটি গড়ে ইনিংস মেরামত করেন মুর্শিদা। এই জুটি ভেঙে দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট তুলে নেয় তারা। বাংলাদেশের পক্ষে ৩৮ বলে ৬ চারের সাহায্যে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন মুর্শিদা। ফারজানার ব্যাট থেকে আসে ৩১ বলে ২১ রান। পাকিস্তানের পক্ষে ১২ রানে ২ উইকেট নেন আইমান আনোয়ার। ১১২ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশের মেয়েরা।