পুলিশে প্রথম হোঁচট বসুন্ধরার

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গোল করার পর উচ্ছ্বসিত তৌহিদুল আলম সবুজ -বাফুফে
কাগজে কলমে মৌসুমের সেরা দলটি যদি নবাগত কোনো ক্লাবের কাছে পয়েন্ট হারায় তবে সেটাকে তো হোঁচটই বলতে হয়। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ গোলের ড্র করে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এই ড্র'তে পয়েন্টের খাতা খুলল পুলিশ। আর ৪ পয়েন্ট সংগ্রহ হল বসুন্ধরা কিংসের। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসেই পয়েন্ট খোয়াল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপে এই বসুন্ধরা কিংসের কাছেই ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ পুলিশের। সেই হারের কঠিন প্রতিশোধ নেয় না হলেও অন্তত এক পয়েন্ট কেড়ে নিয়ে শক্তিধর ক্লাবটিকে আক্ষেপে পুড়িয়েছে পুলিশ ফুটবল ক্লাব। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন বসুন্ধরাকেই শুরু থেকে দারুণ চাপের মুখে রেখেছিল নবাগতরা। প্রথমার্ধের প্রায় পুরোটাতে দাপট ছিল পুলিশেরই বেশি। ৬ মিনিটে আমেরিকান ফরোয়ার্ড সিডনি রিভেরাকে বক্সের প্রায় দশ গজ দূরে ফাউল করেন বসুন্ধরার ডিফেন্ডার তারিক কাজি। বুলগেরিয়ান মিডফিল্ডার এন্তোনিও লাসকভের স্পট কিক ফিরিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। ১০ মিনিটে এন্তোনিওর কর্নার বক্স থেকে হেডে ক্লিয়ার করেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। পরের মিনিটেই আবারো বক্সের প্রায় দশগজ দূরে ফ্রি কিক পায় পুলিশ। তবে এবার বল বক্সেই পাঠাতে পারেননি এন্তোনিও। পুলিশের আক্রমণের ফাঁকে বল নিয়ে বা প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন কিংস অধিনায়ক কলিন্ড্রেস। কিন্তু কোনোভাবেই ডিফেন্ডারের বাধা অতিক্রম করে পোস্ট লক্ষ্য করে শট নিতে পারেননি এই বিশ্বকাপার। ৩৫ মিনিটে ডান প্রান্তে বক্সের বাইরে থেকে বসুন্ধরার অধিনায়ক ও কোস্টারিকান উইঙ্গার ড্যানিয়েল কলিনড্রেস পোস্টের ভেতরে সেন্টার করেন। বা প্রান্তে সেই বল হেড করে বক্সের আরও ভেতরে ফেলেন তপু বর্মণ। জটলার মধ্যে সেই বল পেয়ে শট নেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তে। কিন্তু তার নেয়া সেই শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আক্ষেপে পোড়ে বসুন্ধরা। ৩৯ মিনিটে সতীর্থর কাছ থেকে উড়ন্ত-লম্বা পাস ধরে বক্সের ভেতরে বিপজ্জনকভাবে বল নিয়ে ঢুকে পড়েন পুলিশের সিডনি। ডান পায়ের ভলিশট করেন। কিন্তু অল্পের জন্য তা পোস্টের বাইরে দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় পুলিশও। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে পোস্টের বাইরে থেকে ডিফেন্ডার হাকিম বিশ্বাসের স্পট কিক লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৫৬ মিনিটে বা প্রান্ত থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাসের শট ফিস্ট করেন পুলিশের গোলরক্ষক। ফিরতি বলে পোস্টের কাছ থেকে বলটা জালে ঠেলে দেন তৌহিদুল আলম সবুজ (১-০)। ম্যাচে লিড নেয় বসুন্ধরা। শেষ পর্যন্ত এই গোলেই ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বাংলাদেশ পুলিশ। আজ প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ নেই।