বাংলাদেশ প্রিমিয়ার লিগ

স্বপ্ন দেখছে চট্টগ্রাম আবাহনী

বসুন্ধরা-ঢাকা আবাহনীর মতো কঠিন প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও শিরোপা জয়ের স্বপ্ন বুনছে বন্দর নগরীর দলটি

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ থেকে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আজ রোববার দুপুর ৩.১৫ মিনিটে সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। একই সময়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল খেলবে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে। বসুন্ধরা-ঢাকা আবাহনীর মতো কঠিন প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও এবার লিগের শিরোপা জয়ের স্বপ্ন বুনছে বন্দর নগরীর দলটি। তারুণ্যনির্ভর দলটির অনুপ্রেরণা উয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুল হক। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম আবাহনী ক্লাবটি প্রথম দিকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুর্বল ক্লাব হিসেবেই পরিচিত ছিল। যদিও ২০১১-১২ মৌসুমে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায় তারা। এরপর অনেক লড়াই করে আবারও উন্নীত হয় পেশাদার লিগে। কয়েক মৌসুমের মধ্যেই তারা বড় দল গড়ে পেশাদার লিগে দাপুটে ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। যেখানে তাদের সর্বোচ্চ অর্জন ২০১৫-১৬ মৌসুমের রানার্স আপ ট্রফি। গত আসরে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করলেও এবার ট্রফিতে চোখ রাখছে বন্দর নগরীর দলটি। যেখানে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসে জাতীয় দলের ফুটবলারের আধিক্য। সেখানে চট্টগ্রাম আবাহনীতে আছেন জাতীয় দলের মাত্র তিন ফুটবলার। দলের অধিকাংশ ফুটবলারই তরুণ। তবে একটু লক্ষ্য করলেই বুঝা যাবে মারুফুলের আত্মবিশ্বাসের জায়গাটা কোথায়। রক্ষণ, মধ্যমাঠ আর আক্রমণভাগ মিলিয়ে কিন্তু দারুণ একটা দলই পেয়েছেন তিনি। রক্ষণে সাদ্দাম হোসেন এ্যানি, মনজুরুর রহমান মানিক, উজবেকিস্তানের পুলাতভ শুকুর আলির উপর ভরসা রাখছেন মারুফুল। মাঝমাঠে তার আস্থা মানিক মোলস্না, মোনায়েম খান রাজু, রাকিব হোসেন, নাইজেরিয়ার চিনেদু ম্যাথিউ ও আইভরি কোস্টের চার্লস দিদিয়ের। ফরোয়ার্ড পজিশনে স্থানীয়দের আধিক্য থাকলেও তার তুরুপের তাস হতে পারেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গাইলহার্মে। স্থানীয়দের মধ্যে ফরোয়ার্ড পজিশনে পরিচিত মুখ সাখাওয়াত হোসেন রনি। বাংলাদেশের মাঠে চিনেদু ম্যাথিও বেশ পুরনো। মধ্যমাঠে খেললেও আক্রমণভাগে দারুণ ভূমিকা রাখেন এই ফুটবলার। বলের যোগান দেয়ার পাশাপাশি নিজেও গোল করে থাকেন চিনেদো। আজ সাইফের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে ঘুরে দাঁড়াতে পারবে ক্লাবটি। মারুফুল অবশ্য বেশ আশাবাদী এই দলটিকে নিয়ে, 'আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমাদের দলে যারা আছে তাদের নিয়েই শেষ পর্যন্ত লড়াই করা সম্ভব।'