গোল উৎসবে শুরু বসুন্ধরার

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কমলাপুর স্টেডিয়ামে শনিবার নারী ফুটবল লিগে উদ্বোধনী খেলায় বসুন্ধরা কিংসের আক্রমণের একটি মুহূর্ত -বাফুফে
ট্রিকোটেক্স নারী ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচেই গোল উৎসব করেছে শক্তিধর বসুন্ধরা কিংস। শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২-০ গোলের জয় পায় তারা। নারী ফুটবল লিগে এবার একক আধিপত্য করতে পারে বসুন্ধরা কিংস। সেটা লিগ শুরুর আগে থেকেই কিছুটা অনুমেয় ছিল। জাতীয় দলের একঝাক ফুটবলার নিয়ে গঠিত এই ক্লাবটির বিপক্ষে অন্যান্য ক্লাবগুলোর লড়াই করাটাই হয়তো কঠিন হয়ে দাড়াবে। নিজেদের প্রথম ম্যাচটাতেই শক্তির জানান দিলেন সাবিনা-কৃষ্ণারা। অনেকটা রসিকতা করেই যেনো প্রতিপক্ষকে গুনে গুনে দিয়ে দিলেন এক ডজন গোল। তাদের সামনে নিতান্তই অসহায় ছিল আনোয়ারা স্পোর্টিং ক্লাবের মেয়েরা। অভিজ্ঞ দেশসেরা ফুটবলারদের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি তারা। ম্যাচে সর্বোচ্চ চারটি গোল করেন বসুন্ধরার কৃষ্ণা রানী সরকার। দলীয় অধিনায়ক সাবিনা খাতুন করেন তিনটি গোল। মিশরাত জাহান মৌসুমি করেন জোড়া গোল। এছাড়াও শিওলি আজিম,নার্গিস খাতুন ও মারিয়া মান্ডা একটি করে গোল করে বড় জয়ে অবদান রাখেন। প্রথম মিনিটে গোল উৎসবের সূচনা করেন সাবিনা। আর ৯০ মিনিটে তার ইতি টানেন কৃষ্ণা। একই ভেনু্যতে আজ দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর ১২ টায় কুমিলস্না ইউনাইটেডের প্রতিপক্ষ জামালপুর কাচারিপাড়া একাদশ। পরের ম্যাচ দুপুর ৩ টায়। যেখানে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি খেলবে নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।