সবার ওপরে বায়ার্ন মিউনিখ

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রবার্তো লেভানডোভস্কির জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল পাডেরবর্নকে হারিয়ে বুন্দেলিগার শীর্ষস্থান মজবুত করেছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে নিজেদের মাঠে ৩-২ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন রাতে বাভালিয়ানদের হয়ে অন্য গোলটি করেন সের্গে জিনাব্রি। আর এই জয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে দলটি। ২৩ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিপজিগ। ঘরের মাঠে এদিন ম্যাচের ২৫তম মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় জিনাব্রির গোলে। গোলরক্ষক মানুয়েল নয়ারের ভুলে প্রথমার্ধের শেষ সময়ে স্কোরলাইনে সমতা আনেন ডেনিস সারবিন। আর ৭০তম মিনিটে কাছ থেকে বায়ার্নকে এগিয়ে নেন লেভানডোভস্কি। পাঁচ মিনিট পর ডেনিস জাস্টশেমস্কির শট নয়ার ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে স্কোরলাইনে সমতা আনেন সভেন মিশেল। অবিশ্বাস্য ফর্মে থাকা লেভানদোভস্কির নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগের গোলে পুরোতিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। জিনাব্রির ক্রস থেকে জয়সূচক গোলটি করেন পোলিশ এই ফরোয়ার্ড। লিগ মৌসুমে এটি তার ২৫তম গোল। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৩৮ গোল করলেন ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ড।