হাজারতম ম্যাচে উজ্জ্বল রোনালদো

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান সিরি'আতে শনিবার স্পালের বিপক্ষে গোল করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো -ওয়েবসাইট
পেশাদার ক্যারিয়ারে হাজারতম ম্যাচে গোল করে উদ্‌যাপন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের সেরা তারকার অসাধারণ মাইলফলক ছোঁয়ার ম্যাচে ইতালিয়ান সিরি'আতে স্পালকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন রামজি। এদিকে একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। লেস্টার সিটিকে ১-০ গোলে ম্যানসিটি আর টটেনহাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। স্প্যানিশ লা লিগায় রাতের শুরুটা ৪ গোল উদ্‌যাপন করেছেন লিওনেল মেসি। বার্সার প্রাণভোমরার আলো ছড়ানোর রাতে বসে থাকেননি তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। সিরি'আতে নিজের হাজারতম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন দলের জয়ে দারুণ এক গোল করে। স্পালকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ৩৯ মিনিটে প্রথম গোলটিই আসে রোনালদোর কাছ থেকে। এই গোলে সিরি'আতে এক মৌসুমে টানা ১১ ম্যাচে গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কুয়াইয়েরেলস্নার পাশে বসেছেন জুভেন্টাসের এই পর্তুগিজ যুবরাজ। আর ৬০ মিনিটে রামজি ব্যবধান বাড়িয়ে নিলে ৬৯ মিনিটে পেনাল্টিতে একটি শোধ দেয় স্পাল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এই মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ৩৬টি গোল করেছেন রোনালদো। পেশাদার ক্লাব ক্যারিয়ারে স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে মোট ৮৩৬টি ম্যাচ খেলে রোনালদো করেছেন ৬২৬ গোল। জাতীয় দলের হয়ে ১৬৪ ম্যাচে গোল আরও ৯৯টি। আর এই জয়ে শীর্ষস্থান মজবুত করেছে মাউরিসিও সরির দল। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লাজিও। সমান ম্যাচে তিনে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ৫৪ পয়েন্ট। অপর দিকে ফিন্যান্সিয়াল ফেয়ার পেস্নর অনিয়মে চ্যাম্পিয়নস লিগে দুই মৌসুমের নিষেধাজ্ঞা পেয়েছে ম্যানচেস্টার সিটি। এমন কঠিন সময়েও ভেঙে পড়েনি সিটিজেনরা। উল্টো লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে তুলে নিয়েছে কষ্টার্জিত এক জয়। ম্যাচে বেশ কয়েকবার সিটির রক্ষণে হানা দিয়েছিল লেস্টার। ভাগ্য ভালো যে লক্ষ্যভেদ হয়নি তাতে। ম্যানসিটি শেষ পর্যন্ত গোলের দেখা পায় ৮০ মিনিটে। গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। এই জয়ে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। ২৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই লিভারপুল। এদিকে টানা তিন ম্যাচ জিতে চেলসির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছিল টটেনহাম হটস্পার। দুই দলের লড়াইয়ে জিতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে পেছনে ফেলার হাতছানি ছিল হোসে মরিনহোর দলের সামনে। তবে পারেনি তারা, ঘরের মাঠে দারুণ এক জয়ে এগিয়ে গেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে চেলসি।