বিদেশি ক্রিকেটার ছাড়াই ডিপিএল

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
পেস্নয়ার্স বাই চয়েজ থেকে বেরিয়ে এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এবার উন্মুক্ত দলবদলে যাচ্ছে ফিরে। সাকিবদের আন্দোলনের মুখে ক্রিকেটারদের আশ্বস্ত করেছিলেন বিসিবি সভাপতি। পুরানো পদ্ধতিতে উন্মুক্ত দলবদলের পক্ষে দিয়েছিলেন সিদ্ধান্ত। ২ মৌসুম পর উন্মুক্ত পদ্ধতিতে ফিরে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। ২০১৯-২০ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আগামী ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম। উন্মুক্ত পদ্ধতিতে ক্রিকেটারদের দলবদল অনুষ্ঠিত হবে আগামী ৩, ৪ ও ৫ মার্চ। সিসিডিএম'র অফিস ছাড়াও ৫ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ক্রিকেটারদের দলবদল। ৯০ দশক থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্লাবগুলোর ভারসাম্যের প্রয়োজনে খেলোয়াড়দের পুল এবং পুলের কোটা ছিল নির্ধারিত। উন্মুক্ত দলবদলে ফিরে এলেও এবার থাকছে না ক্রিকেটারদের পুল। এই প্রথম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিদেশি ক্রিকেটারদের দলে টানতে পারবে না কেউ। ঘরোয়া ক্রিকেটের দুই আসর জাতীয় লিগ এবং বিসিএলের মতো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার। ভেনু্য সংকটের কারণে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার ঢাকা এবং নারায়ণগঞ্জের বাইরেও ভেনু্য রাখা হচ্ছে। বিকেএসপি এবং ফতুলস্নার বাইরে চট্টগ্রাম এবং কক্সবাজারেও হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। প্রিমিয়ার ডিভিশনের ওয়ার্মআপ টুর্নামেন্ট হিসেবে গত মৌসুমে প্রিমিয়ার ডিভিশন টি২০ যুক্ত করা হয়েছিল। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ১২টি ক্লাবকে নিয়ে এবার আর আয়োজন করা হচ্ছে না টি২০। এই আসরটি করা হয়েছে সংকুচিত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষে সুপার লিগের ৬টি ক্লাব নিয়ে আয়োজন করা হবে প্রিমিয়ার ডিভিশন টি২০। বিদেশিদের না খেলানোর বিষয়ে ইতিবাচক কিছু দেখছেন না সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, 'এটাকে আমি ইতিবাচক দৃষ্টিতে দেখছি না। আমি জানি না এটা কেন করা হয়েছে। হয়তো আমাদের খেলোয়াড়দের আরও বেশি সুযোগ দিতে করেছে। তবে সুযোগ ঠিক আছে। কিন্তু যদি মানের বিদেশি খেলোয়াড় আনা যায় তাহলে এটা আরও ভালো হতো। তাদের সঙ্গে খেলে ড্রেসিংরুম শেয়ার করে অনেক কিছু শিখতে পারত।' বিদেশি খেলোয়াড় একেবারে নিষিদ্ধ না করে ভালো মানের খেলোয়াড় নিশ্চিত করলে আসরের জৌলুস আরও বাড়ত বলে মনে করেন রকিবুল, 'ক্লাবগুলোর ফান্ডিংয়েরও ব্যাপার আছে, ক্রিকেট বোর্ডও হয়তো দেশের খেলোয়াড়দের কথা চিন্তা করেছে। আমি মনে করি পৃথিবী পেশাদার জায়গা। এখানে কোয়ালিটির মূল্য হবে। বিভিন্ন দেশে যেসব লিগ হয়, কাউন্টি ক্রিকেট হতে সব জায়গায় বিদেশি খেলোয়াড় থাকে। আমরা এখনো শিখছি। আমাদের এখানে ভালো খেলোয়াড় আসলে... তবে যদি এটা নিয়ম করে দিত যে যারা আসবে তারা অবশ্যই ভালো মানের খেলোয়াড় হতে হবে।'