ইউরোপিয়ান ফুটবল

নেইমারের লাল কার্ডের ম্যাচে জয় পিএসজির

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পার্ক দে প্রিন্সেসে দেখা মিলল এক রোমাঞ্চকর লড়াইয়ের। দুই দল মিলে করল সাত সাতটি গোল। তবে এবার আর আক্ষেপে পুড়তে হয়নি প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে বোর্দোকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে টমাস টুখেলের শিষ্যরা। তবে দল জয় পেলেও ক্লাবটিতে বিস্বাদের ছায়া ছিল, কারণ দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন দলটির সেরা তারকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইংলিশ প্রিমিয়ার লিগের ঘরের মাঠে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তলানির দল ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ওলে গানার শুলশারের শিষ্যরা। এদিন আরেক ম্যাচে এভারটনের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। রোববার রাতে মাঠে নামা বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচের ১৮ মিনিটে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড উই-জোর হেড থেকে করা গোলে পিছিয়ে পড়ে। ৭ মিনিট পর অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসে হেডে সমতা ফেরান এডিনসন কাভানি। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় পিএসজি। আগের গোলের যোগানদাতা ডি মারিয়ার ক্রসে কাছ থেকে কাঁধ দিয়ে ঠিকানা খুঁজে নেন মার্কুইনোস। তবে সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বোর্দোকে সমতায় ফেরান পাবলো। ৬৩তম মিনিটে মার্কুইনোসের দ্বিতীয় গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। কাভানির হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে জড়ান রক্ষণভাগের এ ফুটবলার। ৬ মিনিট পর কাভানির পাস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-২ করেন কিলিয়ান এমবাপ্পে। ৮৩তম মিনিটে রুবেন পার্দো ব্যবধান কমালেও সমতায় ফিরতে পারেনি অতিথিরা। অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। তবে তাতে জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি চ্যাম্পিয়নদের। ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৫২। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে পুঁচকে ওয়াটফোর্ডকে আতিথ্য দেয় রেড ডেভিলরা। আধিপত্য বিস্তার করে খেলতে থাকা স্বাগতিকদের বিরতির আগে লিড এনে দেন ব্রম্ননো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে অ্যান্থনি মার্শিয়াল ও ৭৫ মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে বড় জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে আর্সেনালের মাঠে খেলতে আসে এভারটন। ম্যাচের প্রথম মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তদ্ধ করে এভারটনকে লিড এনে দেন ডমিনিক কালভার্ট-লিউইন। ম্যাচের ২৭ ও ৩৩ মিনিটে এডি এনকেতিয়াহ ও পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় এভারটন। প্রথমার্ধের শেষ মিনিটে ম্যাচে সমতা ফেরান রিচার্লিসন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অবামেয়াংয়ের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে গানাররা। ২৭ ম্যাচে ৪১ পযেন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট শিরোপায় এক হাত দিয়ে রেখে অপ্রতিরোধ্য লিভারপুল।