নারী লিগে ৪ দিনের বিরতি

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
৬ বছর পর ২২ ফেব্রম্নয়ারি থেকে মাঠে ফিরেছে নারী লিগ। মাত্র দু'দিন ম্যাচ গড়িয়েই বিরতি পড়েছে ৪ দিনের। বিরতি শেষে আগামী ২৮ ফেব্রম্নয়ারি দুপুর ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি মুখোমুখি হবে শক্তিধর বসুন্ধরা কিংসের। সেদিন ঐ একটি ম্যাচই অনুষ্ঠিত হবে নারী লিগে। এবারের নারী লিগে সব থেকে শক্তিধর দল বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচেই তারা প্রতিপক্ষ বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২-০ গোলের জয় পায়। কাগজে কলমের হিসাবে বসুন্ধরাই সব থেকে সেরা দল হলেও তাদের মতোই এক ডজন গোল দিয়ে নজর কেড়েছে নাসরিন স্পোর্টস একাডেমির মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল এই স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। নাসরিনের মেয়েদের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতেই পারেনি তারা। আজ তাদের সামনেই সেই বসুন্ধরা কিংস। সাবিনা-কৃষ্ণাদের নিয়ে গঠিত দলটিকে এক কথায় জাতীয় দল বললেও ভুল বলা হবে না। কিংসদের সামনে দুর্বল স্পার্টানকে হয়তো অসহায়ত্বই মেনে নিতে হবে। তবে যদিও শুরু থেকে ধারণা করা হচ্ছিল এবার নারী লিগে এক তরফা আধিপত্য থাকবে বসুন্ধরা কিংসের। কিন্তু সেটি হয়তো এতটা সহজ হবে না। কারণ মাত্র তিনটি ম্যাচেই ইতোমধ্যে হয়েছে মোচ ৩১টি গোল। বসুন্ধরা আর নাসরিনের দুই ডজন গোল বাদে অন্য সফল ক্লাবটি হলো জামালপুর কাচারিপাড়া একাদশ। প্রতিপক্ষ কুমিলস্না ইউনাইটেডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা ৬-১ গোলের জয়ে শুরু করে জামালপুরের মেয়েরা। বসুন্ধরার পরই অন্যতম শক্তিধর দল হিসেবে ধরা হচ্ছে নাসরিন স্পোর্টস একাডেমিকে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শিরোপা রেসে কয়টি দল টিকে থাকতে পারে। এবারের লিগে অংশ নিচ্ছে মোট ৭টি দল। এর মধ্যে একমাত্র বসুন্ধরা কিংসই প্রিমিয়ার লিগের দল। বাকি দলগুলো হলো এফসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, নাসরিন স্পোর্টস একাডেমি, জামালপুর কাচারিপাড়া একাদশ, কুমিলস্না ইউনাইটেড এবং স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। মেয়েদের এই লিগের প্রথম পর্ব শেষ হবে আগামী ১৭ মার্চ।