বাংলাদেশ গেমসের ইভেন্ট ও ভেনু্য চূড়ান্ত

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী পহেলা এপ্রিল থেকে শুরু হবার কথা রয়েছে বাংলাদেশ গেমসের নবম আসর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ৭ বছর পর আবারও হতে যাচ্ছে জনপ্রিয় এই আসরটি। ইতোমধ্যে ৩১টি ইভেন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এর জন্য নির্ধারিত হয়েছে ২২টি ভেনু্য। 'হৃদয়ে খেলার স্পন্দন'- এই স্স্নোগানে ১৯৭৮ সালের মার্চে শুরু হয়েছিল দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। দেশের সবগুলো ফেডারেশনকে আত্তীকরণের অন্যতম একটি আয়োজন এটি। প্রতি চার বছর পর পর আয়োজনের কথা থাকলেও নিয়মের ক্যালেন্ডারে বাধা যায়নি এই টুর্নামেন্টকে। সবশেষ ২০১৩ সালে ১৪টি ভেনু্যতে বসেছিল বাংলাদেশ গেমসের আসর। তবে শুরুর দিকে বেশ নিয়মিতই ছিল বাংলাদেশের জনপ্রিয় এ আসরটি। গেমসের দ্বিতীয় আসরটি হয়েছিল ১৯৮২ সালে। এরপর নিয়ম মেনেই চার বছর অন্তর অন্তর হতে থাকে বাংলাদেশ গেমস। তৃতীয় আসর ১৯৮৬, চতুর্থ আসর ১৯৯০, ৫ম আসর ১৯৯৪, ষষ্ঠ আসর ১৯৯৮ সালে এবং যথারীতি সপ্তম আসর ২০০২ সালে হয়েছিল। এরপর হঠাৎই ছন্দপতন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত গেমসের নবম আসরটি আয়োজন করতে যাচ্ছে বিওএ। আর এবারের আসরটির নামকরণ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। চমক আনতে নানা পরিকল্পনাও করছে আয়োজকরা। গত আসরে ভেনু্য কম থাকলেও এবার বেড়েছে। চূড়ান্ত হয়েছে ৩১টি ইভেন্টও। এগুলো হলো, ফুটবল, হকি, আরচ্যারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বডিবিল্ডিং, বক্সিং, দাবা, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, গলফ, জিমন্যাস্টিক, হ্যান্ডবল, জুডো, কারাতে, খোখো, রোয়িং, রাগবি, রোলার স্কেটিং, শু্যটিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, কুস্তি, উশু, কাবাডি ও ভারোত্তোলন। তবে গতবারের বেশির ভাগ ইভেন্টই থাকছে এবার। নতুন যোগ হয়েছে রোলার স্কেটিং। অন্যদিকে স্কোয়াশ এবার থাকছে না। বিওএর সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন জানিয়েছেন ইতোমধ্যে তারা চূড়ান্ত হওয়া সব ফেডারেশনকে একটা প্রাথমিক শিডিউল জানিয়ে দিয়েছেন। কারাতে এবং ফেন্সিং হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাশাপাশি ভলিবল এবং জুডোও হবে। জিমন্যাস্টিক, ভারোত্তোলন এবং তায়কোয়ান্দো হবে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে। এছাড়া শহীদ আহসানুলস্নাহ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারি ও শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে হবে কুস্তি প্রতিযোগিতা। প্রাথমিক সূচি অনুযায়ী ক্রিকেটের ছেলেদের এবং মেয়েদের ইভেন্ট হতে যাচ্ছে সিলেট এবং কক্সবাজারে। সাইক্লিংয়ের সাম্ভাব্য ভেনু্য গোপালগঞ্জ।