হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চান জেমি

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৬ মার্চ ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচ সামনে রেখে আগামী ১৫ অথবা ১৬ মার্চ ক্যাম্প শুরু হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কোচ জেমি ডে জানালেন বিশ্বকাপ বাছাইয়ের সব কটি হোম ম্যাচে স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে পয়েন্ট আদায় করে নিতে চান তিনি। আসন্ন ম্যাচে নিজেদের লক্ষ্য সম্পর্কে জেমি বলেছেন, 'আফগানিস্তান শুধুর্ যাংকিংয়েই এগিয়ে নয়, টেকনিক্যালিও এগিয়ে। আমরা তাদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুর ম্যাচে ভালো খেলেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য ম্যাচটি জিততে পারিনি। তবে এবার নিজেদের মাঠে খেলা। হোম অ্যাডভানটেজ কাজে লাগাতে হবে। ভালো ফল করতে হলে ভালো খেলতে হবে। এটা আমরা জানি। আমাদের তিনটি হোম ম্যাচ। এই ম্যাচগুলো থেকে পয়েন্ট নিতে হবে। যদিও তা কঠিন।' লিগের ম্যাচ দেখে দলটাকে সাজাবেন জেমি। তবে লিগে স্থানীয় ফুটবলারদের তেমন সুযোগ না মেলাতে হতাশ এই কোচ, 'আমি খেলা দেখছি। আমি কিছুটা অসন্তুষ্ট এর জন্য যে ৬ থেকে ৭ জন খেলোয়াড় বদলি খেলছেন। কিংবা খেলার সুযোগই পাচ্ছে না। অন্যরা সুযোগ পাচ্ছে।' তবে জেমি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা লিগে খেলার সুযোগ পাচ্ছেন তারা কেবল তখনই জেমির ডাক পেতে পারেন যদি তারা জাতীয় দলের মানে পৌঁছতে পারেন। হাতে প্রায় তিন সপ্তাহ সময় আছে। চূড়ান্ত দলে কারা থাকবেন সেটা এই সময়ের মধ্যেই যাচাইবাছাই করে ঠিক করবেন বলে জানিয়েছেন এই কোচ। তবে কিছুদিনের মধ্যেই আবার ঢাকা ছাড়তে যাচ্ছেন জেমি। উয়েফা প্রো লাইসেন্স করতে ২৮ ফেব্রম্নয়ারি চলে যাচ্ছেন। ফিরবেন ৪ মার্চ। এসে আবারও খেলা দেখবেন।