গঙ্গাবরণে গায়ে হলুদ সৌম্য সরকারের

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গায়ে হলুদ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে সৌম্য সরকার -ওয়েবসাইট
ঢাকঢোল, কাঁসর বাদ্য আর হুলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার 'লাল সবুজ' বাড়িটি। আত্মীয়-অনাত্মীয় পরিবেষ্টিত হয়ে গঙ্গাবরণের মধ্য দিয়ে গায়ে হলুদ আর শুদ্ধ গঙ্গাজলে স্নাত হলেন টাইগার অলরাউন্ডার সৌম্য সরকার। স্বজনরা তাকে হলুদ মাখিয়ে বরণ করে গঙ্গাজলে স্নিগ্ধ করে তোলেন। এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদেই স্নাত হবেন কনে পূজা। বর সৌম্যকে আশীর্বাদ করলেন তার বাবা-মা আর স্বজনরা। বুধবার দুপুরে মঙ্গলধ্বনি ঢাক-শাখ-সানাই আর বাদ্য বাজনায় উদ্ভাসিত হয়ে ওঠে সৌম্যর বাড়িটি। আবির রাঙা বাসন্তী বিকালে সৌম্য সরকার তার সহযাত্রীদের নিয়ে রওনা হবেন খুলনায় কনের বাড়িতে। গোধূলি লগ্নে তারা বাঁধা পড়বেন সাত পাকে। বিয়ে উপলক্ষে সৌম্য সরকারের সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব। শুক্রবার রাতে বিবাহ-পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে। দুই হাজার অতিথি এ অনুষ্ঠানের নিমন্ত্রণ কার্ড পেয়েছেন। বিয়ের আনুষ্ঠাকিতার কারণে আগেই বিসিবি থেকে ছুটি নিয়েছেন সৌম্য সরকার। ছিলেন না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে। ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও নেই তিনি।