নারী ফুটবল লিগ

এবার স্পার্টানের সামনে বসুন্ধরা

প্রথম ম্যাচে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে এসেই কঠিন পরীক্ষার সামনে পড়েছে সিলেটের ক্লাবটি

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
লম্বা বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। দুপুর ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসির সামনে আজ শক্তিধর বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে এসেই কঠিন পরীক্ষার সামনে পড়েছে সিলেটের ক্লাবটি। এবারের নারী ফুটবল লিগ শুরু হয়েছে গত ২২ ফেব্রম্নয়ারি থেকে। উদ্বোধনী দিনেই ঢাকার আরেক ক্লাব বেগম আনোয়ারা স্পোর্টিংকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল মৌসুমের কাগজে কলমে অন্যতম শক্তিধর দল বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত লিগে মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ এফসি ছাড়া ৭ দলের প্রত্যেকেই একটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে বড় জয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তাদের সমান পয়েন্ট ও সমান গোলগড় নিয়ে যৌথভাবে একই স্থানে আছে নাসরিন স্পোর্টস একাডেমি। বসুন্ধরার মতোই প্রতিপক্ষের জালে তারাও দিয়েছে এক ডজন গোল। লিগের শুরুতেই যেন রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে এই দুই দলের মধ্যে। সর্বোচ্চ ৪ গোল করার কৃতিত্বও আছে এই দুই ক্লাবেরই দুই ফুটবলারের। বসুন্ধরার কৃষ্ণা রানী সরকারের মতোই নাসরিনের আকলিমা খাতুন করেছেন সর্বোচ্চ ৪টি গোল। লিগ শুরুর আগেই অনেকে বলেছিলেন জাতীয় দলের ফুটবলারের আধিক্য থাকাতে এবার একক আধিপত্য করবে বসুন্ধরা কিংস। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ে সেই ধারণায় চির ধরিয়ে দিল নাসরিন ফুটবল একাডেমি। যদিও বসুন্ধরার মতো বড় মুখ নেই তাদের দলে। তবে জাতীয় দলের ক্যাম্প থেকে কয়েকজন ফুটবলার নিয়েছে ক্লাবটি। সেই দল নিয়ে শুরুটা দুর্দান্তই হয়েছে নাসরিনের। প্রথম ম্যাচে তারা ১২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল সিলেটের ্পার্টান এমকে গ্যালাকটিকো এফসিকে। বড় হারের ক্ষতটা এখনো দগদগে। এর মধ্যেই কি না স্পার্টানের সামনে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। অন্য ৬ ক্লাবের জন্যই যারা রীতিমতো আতঙ্কের নাম। সাবিনা-কৃষ্ণাদের মতো একাধিক ফুটবলারদের নিয়ে গড়া বসুন্ধরা এক কথায় যেন জাতীয় দলই। শীর্ষের দুই দলের মতোই তিন পয়েন্ট অর্জন করেছে জামালপুর কাচারিপাড়া একাদশ। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকাতে তারা আছে তৃতীয় স্থানে। নিজেদের প্রথম ম্যাচে কুমিলস্না ইউনাইটেডকে ৬-১ গোলে হারায় তারা। স্বভাবতই বিজয়ী তিন ক্লাবের প্রতিপক্ষ এখনো পয়েন্টশূন্য।