হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে কেন উইলিয়ামসনকে। নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ২০১৬ ও ২০১৭ সালে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্নার। বল-টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকায় ২০১৮ সালে আইপিএলে ছিলেন না তিনি। গত আসরে ফিরলেও তাকে অধিনায়কত্ব দেয়া হয়নি। এবার আবার পুরানো ভূমিকায় ফিরলেন তিনি। বল-টেম্পারিং কান্ডে জড়িয়ে এক বছর নির্বাসিত হয়েছিলেন ওয়ার্নার। সে সময় জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল, নির্বাসন কাটিয়ে ফিরলেও তাঁকে কখনো অধিনায়কত্ব দেয়া হবে না। গত বছর আইপিএলে কেন উইলিয়ামসনের অধীনে খেলেছিলেন তিনি। অধিনায়কত্ব ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অজি ব্যাটসম্যান। টুইটারের তিনি লেখেন, 'আমাকে আবার অধিনায়কত্ব দেয়ার জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরও লেখেন, 'আমি কেন (উইলিয়ামসন) ও ভুবিকে (ভুবনেশ্বর) ধন্যবাদ জানাতে চাই যেভাবে তোমরা দলকে পরিচালনা করেছ গত কয়েক বছর। তোমরা অসাধারণ করেছ। আমি সমর্থনের জন্য তোমাদের ওপর নির্ভরশীল থাকব এবং তোমাদের খেলা সম্পর্কে ধারণা জানব। ম্যানেজমেন্টকে আবার ধন্যবাদ আমাকে এই সুযোগ আবার দেয়ার জন্য।'