সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্রীলংকার রান পাহাড়ের নিচে উইন্ডিজ ক্রীড়া ডেস্ক আগের ম্যাচে লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি, শেষ ওভারের মীমাংসায় গিয়ে তবেই জিততে হয়েছিল শ্রীলংকাকে। এবার খেলা হলো একেবারে উলটো। রানের পাহাড় গড়ার পর ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে অনায়াসে জিতল লংকানরা। বুধবার হাম্বানটুটায় দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার ৩৪৫ রানের জবাবে ১৮৪ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। ১৬১ রানের বিশাল জয়ে তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লংকানরা। অথচ টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজই। মাত্র ৯ রানের মধ্যেই দিমুথ করুনারত্নে আর কুশল পেরেরাকে তুলে নিয়েছিল তারা। কিন্তু এরপরই দারুণ এক জুটিতে সব হিসাবনিকাশ বদলে দেন আভিশকা ফার্নেন্দো আর কুশল মেন্ডিস। তৃতীয় উইকেটে গড়েন ২৩৯ রানের জুটি। দুজনেই পান সেঞ্চুরি। ফার্নেন্দো ১২৩ বলে করেন ১২৭, মেন্ডিস খেলেন ১১৯ বলে ১১৯ রানের ইনিংস। এই ভিত পেয়েই স্স্নগ ওভারে ঝড় তোলেন থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা আর ওয়েইন্দু হাসারাঙ্গা, ইশুরু উদানারা। থিসারা করেন ২৫ বলে ৩৬, ধনঞ্জয়া ৫ বলে ১২, হাসারাঙ্গা ১০ বলে ১৭ আর উদানা ৯ বলে ১৭ করলে লঙ্কানরা পৌঁছে যায় সাড়ে তিনশর কাছে। প্রোটিয়াদের গুঁড়িয়ে সিরিজ অস্ট্রেলিয়ার ক্রীড়া ডেস্ক নিউল্যান্ডসে বল টেম্পারিংয়ের ঘটনায় ঝড় বয়ে গিয়েছিল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের ওপর দিয়ে। সেই মাঠে ফিরে যেন তান্ডব চালালেন এই দুই ব্যাটসম্যান। বিস্ফোরক ইনিংস খেললেন অ্যারন ফিঞ্চও। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের পাহাড় গড়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ টি২০তে ৯৭ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে ফিঞ্চের দল। ১৯৩ রান তাড়ায় ১৫ ওভার ৩ বলে ৯৬ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। এই ম্যাচ যেন জোহানেসবার্গে হয়ে যাওয়া প্রথম ম্যাচের প্রতিচ্ছবি। ঝড় তোলে অস্ট্রেলিয়ার বড় রান। রান তাড়ায় তালগোল পাকিয়ে দক্ষিণ আফ্রিকার বড় হার। সেই ম্যাচে ৮৯ রানে গুটিয়ে গিয়ে ১০৭ রানে হেরেছিল তারা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বোলারদের জন্য কাজটা সহজ করে রেখেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ। ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২০ রান। দুজনই পান হাফসেঞ্চুরি। ওয়ার্নার ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৫৭। আর ফিঞ্চ ৩৭ বলে ৬ চার ও ১ ছক্কায় খেলে যান ৫৫ রানের ইনিংস। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাথু ওয়েড ১০, মিচেল মার্শ ১৯ ও ব্যাটিং অর্ডারের নিচে নেমে স্টিভেন স্মিথ ১৫ বলে ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩০ রানে। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। মিচেল স্টার্কের প্রথম ওভারের চতুর্থ বলে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডি কক (৫)। এরপর স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ফাফ ডু পেস্নসিস (৫)। ওই জায়গা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ২৪ রান করেন রাসি ফন ডের ডুসেন। ২২ রান আসে হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে। ম্যাচসেরার পুরস্কার জেতা মিচেল স্টার্ক ২৩ রানে পান ৩ উইকেট। অ্যালিসার বিশ্বরেকর্ড ক্রীড়া ডেস্ক অস্ট্রেলিয়া দলের পরিচিত এক মুখ অ্যালিসা হিলি। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলা এ নারী ক্রিকেটারের রয়েছে এক অসাধারণ রেকর্ড। সর্বোচ্চ উচ্চতা থেকে ক্রিকেট বল ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। গত ২১ ফেব্রম্নয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ। এর ঠিক এক বছর আগে ব্যক্তিগত এই রেকর্ড করেন হিলি। তার আগে সর্বোচ্চ ৬২ মিটার উচ্চতা থেকে ক্রিকেট বল ক্যাচের রেকর্ড ছিল স্বদেশি ক্রিস্টিয়ান বাউমগার্টনারের। নির্ধারিত দিনে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারাসহ মাঠে উপস্থিত ছিলেন হিলি। ড্রোনে করে মেলবোর্নের মাঠ থেকে ৮০ মিটার উচ্চতায় বল নেয়া হয়। প্রথম দুবার বল ধরতে ব্যর্থ হন অজি উইকেটকিপার।