সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাফুফে নির্বাচন ২০ এপ্রিল ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২০ এপ্রিল। মতিঝিলের বাফুফে ভবনে ওইদিন সাধারণ সভার পাশাপাশি কাউন্সিলররা আগামী চার বছরের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করবেন। শুক্রবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন পর্যন্ত বাফুফে নির্বাচনে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাদের একজন হলেন- বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায়। সভাপতি পদে নির্বাচন করবেন বলে গত দুই বছর প্রচারণা চালালেও হঠাৎ করে নিজেকে এই লড়াই থেকে সরিয়ে নিয়েছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। তবে তিনি অন্য পদে নির্বাচন করতে পারেন বলেও শোনা যাচ্ছে। ওয়ানডের টিকিট মিলবে ১০০ টাকায় ক্রীড়া প্রতিবেদক টেস্টে জয়খরা কাটিয়ে বাংলাদেশ এবার ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের। রোববার থেকে তিন ম্যাচের সিরিজ প্রথম ওয়ানডেটি হবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১ মার্চ হবে প্রথম ওয়ানডে। দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকা খরচ করলেই মাশরাফি বিন মর্তুজাদের খেলা গ্যালারিতে বসে দেখতে পারবেন। শুক্রবার এই ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন দামে দুই ধরনের গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা। নয়নাভিরাম গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা করে। ইস্টার্ন গ্যালারির দাম ধরা হয়েছে ১৫০ টাকা। ৩০০ টাকা দিলেই ক্লাব হাউজে বসে খেলা দেখা যাবে। আর সর্বোচ্চ টিকিটের দাম এক হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের কাউন্টারে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। রোববার থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুইটি ম্যাচ মঙ্গল ও শুক্রবার। সিলেটে এর আগে ওয়ানডে হয়েছে আর কেবল একটিই। ২০১৮ সালে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। রাতের আঁধারে বদলে যায় সূচি ক্রীড়া প্রতিবেদক ঘরের মাঠে ফুটবল রাখতে যতটা না পারদর্শী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার থেকে সূচি পরিবর্তনেই তাদের দক্ষতাটা বেশি। এমন কোনো টুর্নামেন্ট হয়তো নেই যেটি একটি সূচি ঠিক রেখে শুরু থেকে শেষ করতে পেরেছে তারা। চার দিনের দীর্ঘ বিরতি শেষে শুক্রবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল নারী ফুটবল লিগ। কিন্তু হঠাৎই রাতের আঁধারে বৃহস্পতিবার সূচি বদলে ফেলেছে তারা। দীর্ঘ ৬ বছর মাঠেই নেই নারী ফুটবল লিগ। এ বছর হচ্ছে হবে করে শুরুর আগেই দফায় দফায় তারিখ বদলেছে দেশের ফুটবলের অভিভাবকরা। সেই লিগে একটি ক্লাব রেজিস্ট্র্রেশন করার পরও বিভিন্ন অযুহাত দেখিয়ে বাদ দিয়ে দিয়েছে তারা। 'স্বপ্নচূড়া' নামক ওই ক্লাবটি এখন বাফুফে বরাবর উকিল নোটিশও পাঠিয়েছে। নতুন সূচি অনুযায়ী আরও দু'দিন পিছিয়ে গেল মেয়েদের এই লিগ। সব মিলে প্রথম লেগের খেলা পিছিয়েছে প্রায় ৭ দিন। আগের সূচিতে প্রথম পর্বের খেলা শেষ হওয়ার কথা ছিল ১৭ মার্চ। সেই খেলা এখন শেষ হবে ২৫ মার্চ। শুক্রবার বেলা ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিধর বসুন্ধরা কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসির। ওই ম্যাচটিই পিছিয়ে গিয়ে হতে যাচ্ছে ১ মার্চ। তবে ম্যাচের সময় ঠিকই আছে। বৃহস্পতিবার বাফুফে দায় সেরেছে ম্যাচ পেছানোর একটি সংবাদ বিজ্ঞপ্তি ই-মেইল করে দিয়ে। কিন্তু সেটিও বেশ রাতে।