বাংলাদেশ প্রিমিয়ার লিগ

দুই সপ্তাহ প্রস্তুতির সময় চায় ব্রাদার্স

ম্যানেজার আমের খান বলেন, 'ফেডারেশনের এটা খুবই ভালো সিদ্ধান্ত। প্রয়োজনে লিগ আরও বেশি সময় ধরে স্থগিত থাকুক। জীবনের নিশ্চয়তা সবার আগে।'

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আমের খান
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাত্র ছয় রাউন্ড মাঠে গড়ানোর পরই করোনাভাইরাস সতর্কতায় লিগ স্থগিতের সিদ্ধান্ত নেয় বাফুফে। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। আপাতত বন্ধ করা হয়েছে দলের অনুশীলন। তবে পুনরায় লিগ শুরুর আগে অন্তত দুই সপ্তাহ প্রস্তুতির সুযোগ চায় গোপীবাগের দলটি। করোনা আতঙ্কে স্থবির গোটা বিশ্ব। স্থগিত ক্রীড়াঙ্গনের বাঘা বাঘা সব আসর। ৩১ মার্চ পর্যন্ত বিপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক বাফুফে। পয়েন্ট টেবিলে আবাহনীকে শেখ জামালের চোখরাঙানি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পয়েন্ট খোয়ানো। চলতি মৌসুমে সবে লিগটা জমে উঠতে আরম্ভ করেছিল। তারপরও বৃহত্তর স্বার্থে ফেডারেশনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার। স্বাস্থ্য নিরাপত্তায় দলের অনুশীলন বন্ধের কথাও জানিয়েছেন আমের খান। করোনা সতর্কতায় বেশির ভাগ ক্লাব ক্যাম্প বন্ধ করলেও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখনো চালিয়ে যাচ্ছে অনুশীলন। তবে এই সংগঠক মনে করেন ফুটবলারদের স্বাস্থ্যের জন্য তো বটেই, সাধারণের মধ্যে সচেতনতা বাড়তেও ক্লাবগুলোর উচিত মাঠে না নামা। কেবল ফুটবলার নয়, যে কোনো খেলার তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরামর্শ দিলেন তিনি। এ প্রসঙ্গে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেন, 'ফেডারেশনের এটা খুবই ভালো সিদ্ধান্ত। প্রয়োজনে লিগ আরও বেশি সময় ধরে স্থগিত থাকুক। জীবনের নিশ্চয়তা সবার আগে।' বেশ কয়েকটি ক্লাবের মতোই ব্রাদার্সেও আছেন বিদেশি কোচ। ক্যাম্প বন্ধ হলেও তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাফুফে ও ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাদার্সের জার্মান কোচ রেজা পার্কাস, 'এটি খুবই ভালো সিদ্ধান্ত। সংক্রমণ যে কোনো স্থানেই হতে পারে। একবার ছড়িয়ে গেলে ঠেকানো কঠিন হয়ে যেতে পারে। তাই আগে প্রতিরোধ করাই ভালো।' বাংলাদেশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ১৩ দলের মধ্যে ১১তম স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। প্রতি মৌসুমেই তারুণ্যনির্ভর দল গড়ে বেশ চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেয় গোপীবাগের ঐতিহ্যবাহী দলটি। চলতি মৌসুমে পয়েন্টের খাতা সমৃদ্ধ না হলেও তারা কিন্তু বেশ ভালোই চমক দেখিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর দেশের অন্যতম শক্তিধর দল ঢাকা আবাহনীর সঙ্গেও একই ব্যবধানে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নেয়। লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেও এতটুকু ছাড় দেয়নি তারা। তারকাসমৃদ্ধ এই দলের বিপক্ষে তুমুল লড়াই করে শেষ পর্যন্ত ৩-২ গোলে হার মানে ব্রাদার্স ইউনিয়ন। উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে ১-১ গোলের ড্র এর পর সর্বশেষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গেও ১-১ গোলে ড্র করে তারা। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেললেও জয়ের খাতা খোলা হয়নি। তাই ৪ ম্যাচে পয়েন্ট ছিনিয়ে নিলেও মাত্র ৪ পয়েন্ট নিয়ে এই নিচের সারিতে অবস্থান করতে হচ্ছে দলটিকে। সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পুনরায় মাঠে খেলা গড়ানোর আগে কমপক্ষে দু'সপ্তাহ অনুশীলনের সময় চেয়েছে ঐতিহ্যবাহী ব্রাদার্স। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিতে ফুটবলারসহ দেশের তারকা খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাদার্স ম্যানেজার আমের খান।