বললেন শচিন টেন্ডুলকার

করোনা মোকাবিলার চাবিকাঠি ধৈর্য

'সব জাতির উচিত নিজেদেরকে একটি দলের অংশ হিসেবে বিবেচনা করা। আমরা এই লড়াইটিকে সেশন বাই সেশন চিন্তা করব এবং শেষ পর্যন্ত জয়ী হব।'

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শচিন টেন্ডুলকার
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ক্রিকেটের সবচেয়ে পুরানো ও দীর্ঘ সংস্করণ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শচিন টেন্ডুলকার। ভারতীয় সাবেক তারকার মতে, করোনার বিরুদ্ধে লড়াই অনেকটা টেস্ট খেলার মতো এবং আক্রমণাত্মক নয়, বরং রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে হারানো সম্ভব প্রাণঘাতী ভাইরাসটিকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি কলামে 'লিটল মাস্টার' খ্যাত শচিন লিখেছেন, করোনাভাইরাস মোকাবিলার চাবিকাঠি হলো ধৈর্য ও দলগত প্রচেষ্টা। 'যখন গোটা বিশ্ব কোভিড-১৯ ভাইরাস মহামারির সঙ্গে লড়াই করছে, এখনই সম্ভবত সময় ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রাচীন সংস্করণ থেকে আমাদের শিক্ষা নেওয়ার।' 'ক্রিকেটীয় উপমা ব্যবহার করে বলা যায়, ব্যক্তিগত পারফরম্যান্স কোনো দলকে সংক্ষিপ্ত সংস্করণে সহায়তা করতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেটের মূল বিষয় হলো জুটি ও দলগত প্রচেষ্টা।' আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান শচিন মনে করছেন, টেস্ট ক্রিকেটের কৌশলগুলো কাজে লাগিয়ে প্রাণঘাতী করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব। 'আপনি যা বোঝেন না, সেটাকে সম্মান করার জন্য টেস্ট ক্রিকেট আপনাকে পুরস্কৃত করে। এটা আপনাকে ধৈর্য ধরার মূল্য কতটা তা শেখায়।' 'যখন আপনি পিচের কন্ডিশন কিংবা বোলারকে বোঝেন না, রক্ষণই তখন আক্রমণের সেরা রীতি। যদি আমাদের ভালোভাবে প্রতিরোধ গড়তে হয়, তাহলে এখন আমাদের ধৈর্যই ধরতে হবে।' সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি লড়াইয়ে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ২০১১ সালে ভারতের হয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতা শচিন। 'করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে বিভিন্ন দেশ বিভিন্ন পর্যায়ে আছে। সব জাতির উচিত নিজেদেরকে একটি দলের অংশ হিসেবে বিবেচনা করা। আমরা এই লড়াইটিকে সেশন বাই সেশন চিন্তা করব এবং শেষ পর্যন্ত জয়ী হব।'