পেসার রুবেল হোসেনের প্রতিবাদ

লোভী ও নির্মম জাতি আমরা

'ধিক্কার জানাই ওইসব লোভী মুনাফাখোর ব্যবসায়ীকে, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনাভাইরাস।'

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিপদের সময় পৃথিবীর অন্য দেশগুলো এক হলেও ব্যতিক্রম কেবল বাংলাদেশ। করোনাভাইরাস বিপর্যয়ে বিধ্বস্ত ইতালিতে প্রতিটি পণ্যের ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় সব দেশেই মানবিকতার পরিচয় পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের চিত্রটা পুরো উল্টো। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। জরুরি প্রয়াজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই আতঙ্কে মানুষজনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতের হিড়িক পড়েছে। চাহিদা বেশি হওয়ায় এই সুযোগে দাম বাড়িয়েছে একদল অসাধু ব্যবসায়ী। কৃত্রিম সংকট দেখিয়ে তারা প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে দ্বিগুণ-তিনগুণ। ফলে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। শুধু নিত্যপণ্যেই নয়, ওষুধ, মাস্ক থেকে শুরু করে জীবাণুনাশক হ্যান্ডওয়াশের বাড়তি দাম রাখা হচ্ছে। করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও। স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন। মারা গেছেন দুজন। চিকিৎসকরা বলছেন, মানবসংস্পর্শ এড়িয়ে চললে এই ভাইরাসের ঝুঁকি কমে যায়। ফলে জনসাধারণকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, এই সুযোগে বাজার অস্থিতিশীল করে তুলছে কিছু অসাধু ব্যবসায়ী। মানবসংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শের কারণে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কে বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা বেড়ে গেছে। এই সুযোগে এই সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি কিছুতেই মানতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল। এ বিষয়ে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ এই পেসার বলেছেন, 'এরাই বাংলাদেশের আসল করোনাভাইরাস।' জাতীয় দলের পেসার রুবেলের ক্ষোভ এই জায়গাতেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, 'লোভী ও নির্মম জাতি আমরা!' এরপর লিখেছেন, 'চীনে এত বড় একটা বিপর্যয় গেল, মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর বাংলাদেশে করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০, ১৫০ টাকা! কারণ আমরা লোভী, অমানুষ।' মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের রক্ত ও লাখ লাখ নারীর সম্ভ্রম বিসর্জনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এত মানুষের সম্মিলিত প্রচেষ্টায় যে জাতি স্বাধীনতা অর্জন করেছে, এই বিপর্যয়ে সেই জাতি কেন এক নয়- প্রশ্ন রুবেলের, 'শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের, যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয়ে আমরা সবাই এক নই। কেন?' নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখার কারণে লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের ওপর রুবেলের ক্ষোভ, 'মাস্ক, স্যানিটাইজার ও মুদি বাজারের সব জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওইসব লোভী মুনাফাখোর ব্যবসায়ীকে, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনাভাইরাস।'