বাফুফে নির্বাচনের সিদ্ধান্ত আজ

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বর্তমানে স্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। তবে বাংলাদেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ঘিরে সরগরম ফুটবল পাড়ায় আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ততা ফেডারেশন ঘিরে। শনিবার বাফুফে ভবনে এক সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন জানিয়েছেন ৩ এপ্রিল ঘোষণা করা হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের নির্বাচনী তফসিল। তবে পরিস্থিতির বিবেচনায় ফেডারেশনের নির্বাহী কমিটিকে নির্বাচন পেছানোর ব্যাপারে দেয়া হয়েছে সব ধরনের স্বাধীনতা। এদিকে চলমান এমন পরিস্থিতিতে ফেডারেশনের নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে আছে বাফুফেও। ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নির্বাচন। তবে করোনা ইসু্যতে পাল্টে গেছে প্রেক্ষাপট। তবুও ফিফার নিয়মানুসারে ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিকতা। তাইতো তিন সদস্যের নির্বাচন কমিটির সঙ্গে প্রথম বৈঠকে বসেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ঘোষণা এলো আপাতত ৩০ এপ্রিল সামনে রেখেই প্রস্তুত হচ্ছেন তারা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ প্রতিদিনই করোনার বিষবাষ্পে বাড়ছে তীব্রতা। তাইতো এই পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কি না সে সিদ্ধান্তের বলটাকে বাফুফের কোটে পাঠালো নির্বাচন কমিশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, বসে নেই বাফুফেও। যদি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হয় তবে বিকল্প কোনো উপায় বের করা যায় কি না তাও ভাবছে তারা। 'নির্বাচন নিয়ে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে ফিফার সঙ্গেও। এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে রোববার।'