সচেতনতায় নজর ক্রিকেটারদের

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্কে সারাবিশ্ব। বাংলাদেশেও ছড়িয়েছে মহামারি এ ভাইরাস। বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দেশের সব ক্রিকেট। যে যার জায়গা থেকে সচেতনতার দিকে জোর দিচ্ছেন ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ায় গ্রামের বাড়ি নড়াইলে চলে গেছেন বিদায়ী ওয়ানডে অধিনায়ক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, 'পারিবারিক কাজে বাড়িতে আছি। দ্রম্নত ঢাকা ফিরব। খেলা না হওয়াটা কারও হাতে নেই। এ সময় ফিটনেস নিয়ে কাজ করা যেতে পারে। আর অবশ্যই করোনা নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সবাইকে'। গাজী গ্রম্নপের হয়ে ঢাকা লিগে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। এ উইকেটকিপার-ব্যাটসম্যান বলেন, 'বাড়িতে থাকব। ফিটনেস ঠিক রাখলেই হবে।' জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। খেলা না থাকলেও বসে থাকতে চান না তিনি। এমনভাবে অনুশীলন করতে চান যেন তার জন্য অন্যের কোনো সমস্যা না হয়। বুধবার বাড়ি চলে গেছেন সাইফউদ্দিন। তিনি বলেন, 'আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এলাম, দু-একদিন পরিস্থিতি দেখি। ফিটনেস নিয়ে কাজ করব। ভোরে মাঠে গিয়ে দৌড়াব। এখানে একটা মাঠ আছে, সুযোগ থাকলে একা একা অনুশীলন করব। না খেললেও অনুশীলন তো চালিয়ে যেতে হবে।' শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। হঠাৎ খেলা বন্ধ হওয়ায় নিজের করণীয় নিয়ে নুরুল হাসান বলেন, 'করোনায় দেশের যে সার্বিক অবস্থা, যেখানেই যাই সতর্ক থাকতে হবে। আমার বাচ্চাটা ছোট। সবমিলিয়ে চিন্তা হচ্ছে। আবার মাঠে গিয়ে অনুশীলন না করলেও ভালো লাগে না।' মোহামেডানের হয়ে ঢাকা লিগে খেলছেন ডান-হাতি পেসার তাসকিন আহমেদ খেলছেন। তিনি ঢাকায়ই থাকেন। এ পেসার বলেন, 'খেলা নেই, বাসায় বসে থাকার সুযোগও নেই। ফিটনেস নিয়ে কাজ করতে হবে। যত বেশি সতর্ক থেকে জিম, রানিং করা যায়, সেই চেষ্টাই করে যাব।'