ইংল্যান্ডেও বন্ধ সব ধরনের ক্রিকেট

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ও ভারত কয়েকদিন আগেই করোনাভাইরাসের ভয়াবহতা মাথায় রেখে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করে। এবার এ দুই দেশের দেখানো পথে হাঁটল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ২৮ মে পর্যন্ত সবধরনের ক্রিকেট নিষিদ্ধ করেছে ইংল্যান্ড। এ সময় ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ধরনের খেলাই হবে না দেশটিতে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কেন বন্ধ করল ইসিবি। ব্যাপারটি একটি বিবৃতিতে স্পষ্ট করেছে সংস্থাটি, 'করোনাভাইরাস আতঙ্কের কারণে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।' এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেট নিউজিল্যান্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের ক্রিকেট স্থগিত করার ঘোষণা দেয়।