কোয়ারেন্টিনেও নেইমারের অনুশীলন

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনার প্রভাবে ফরাসি লিগ ওয়ান বন্ধ থাকায় ব্রাজিলের নিজের বাড়িতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন নেইমার -ওয়েবসাইট
তিন মৌসুম আগে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেয়ার পর নেইমারের মূল প্রতিপক্ষ ছিল ইনজুরি। চলতি মৌসুমেও ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। যখনই ফিরেছেন বারবার প্রমাণ করেছেন কেন তিনি অন্যদের তুলনায় আলাদা। সবশেষ ১২ মার্চ ঘরের মাঠে ২-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে (দুই লেগে ৩-২ গোলের অগ্রগামিতায়) হারিয়ে দেয় পিএসজি। এতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নেইমারের দল। দলের হয়ে গোলও করেছিলেন এই ফরোয়ার্ড। এরপরই করোনাভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে যায় ফুটবলের সবধরনের প্রতিযোগিতা। ফ্রেঞ্চ লিগ ওয়ান আগেই স্থগিত হয়েছে। ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ সবকিছুই বন্ধ। তাই সুযোগ বুঝে জন্মভূমি ব্রাজিলে ফিরে গেছেন ২৭ বছর বয়সি এই তারকা। বিশ্বের অন্যসব ফুটবল তারকার মতো নেইমারও রয়েছেন হোম কোয়ারেন্টিনে।