সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাসা থেকেই কাজ চালাবেন বিসিবি কর্মীরা ক্রীড়া প্রতিবেদক বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে সব ধরনের খেলা বন্ধ হয়েছে আগেই। দাপ্তরিক কাজেও এসেছে সীমাবদ্ধতা। এই সংকটকালে তাই কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে, রোববার থেকেই কার্যকর হবে তাদের এই নীতি। এই সময়ে খুব জরুরি কাজ যেটা অফিসে না এসে করা যাবেই না, এমন হলেই কেবল অফিসে আসতে পারবেন নির্দিষ্ট কোনো কর্মী। শনিবার করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন করে বিসিবি। এই সময় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, সতর্ক থাকতেই তারা অফিসে আসা বাদ দিচ্ছেন, 'বোর্ডের পক্ষ থেকে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের অপারেশনাল যে কাজ আছে সবকিছু সীমাবদ্ধ করা হবে। খুব জরুরি না হলে অফিসে কাউকে আসতে হবে না। আইসিসি বা এসিসির কোনো বিষয় থাকলে আমরা চেষ্টা করব রিমোটলি যোগ দেওয়ার। একই সঙ্গে নির্দেশ থাকবে সবাইকে স্টেশন না ছাড়ার জন্য। যেকোনো পরিস্থিতিতে ডাকলে যাতে পাওয়া যায়।' এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়াও নিজেদের দাপ্তরিক কার্যক্রম সীমাবদ্ধ করে। করোনাভাইরাসের এই সংকট সময়ে তাদের কর্মীরাও বাসা থেকেই কাজ চালাবেন। গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান অনির্দিষ্টকালের জন্য দেশের ক্রিকেট স্থগিত করে বলেছিলেন, খেলোয়াড় ও বিসিবির কর্মকর্তারা কেউ যেন জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যান। চীনে ফিরছে ফুটবল ক্রীড়া ডেস্ক সারাবিশ্ব যখন প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে তখন চীন অনেকটাই স্বাভাবিক। এদিকে দেশটির ফুটবলাররাও মাঠে ফিরতে তৈরি হচ্ছেন। এরই মধ্যে একটি ক্লাব অনুশীলন শুরু করে দিয়েছে, শিগগির শুরু হয়ে যাবে দেশটির নারী ফুটবল দলের অনুশীলনও। করোনা আতঙ্কে দুই মাস আগে চীন ছেড়ে যাওয়া ক্লাবগুলোয় খেলোয়াড়রা ফিরতে শুরু করেছেন। দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ হলে মাঠে নেমে পড়বেন তারাও। চীনে করোনাভীতি কাটিয়ে থ্রি টাউন্স এফসি অনুশীলন শুরু করেছে। উহানের এ ক্লাবটি খেলে চীনের তৃতীয় বিভাগ ফুটবলে। করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা গেছে উহানে। হুবেই প্রদেশের এই শহরটি তাই জানুয়ারিতেই লকডাউন করে ফেলা হয়েছিল। টানা দুই মাস নির্দিষ্ট জায়গার বাইরে বেরুনোর সুযোগ ছিল না কারোর। পাকিস্তানের চাকরি ছাড়বেন ওয়াকার ক্রীড়া ডেস্ক পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরও দেশটির ক্রিকেটের সঙ্গে আছেন ওয়াকার ইউনুস। প্রধান কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি, এখন আছেন বোলিং কোচের ভূমিকায়। তিন বছরের চুক্তিতে নতুন দায়িত্ব নিয়ে লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। আর সেই লক্ষ্য পূরণ না হলে চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে রাখলেন সাবেক এই পেসার। বর্তমানে প্রধান কোচ মিসবাহ-উল-হকের অধীনে ঘুরে দাঁড়ানোর অভিযানে আছে পাকিস্তান। যেখানে পেস বোলারদের আরও দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন ওয়াকার। অবশ্য দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারলে সরে দাঁড়াবেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক অধিনায়ক বলেছেন, 'আমি এক বছর পর নিজেকে দেখতে চাই এবং পরিষ্কার হতে চাই। যদি দেখি আমি কাজটা যথেষ্ট করতে পারিনি, তালে আমি আর আমাকে বিচার করব না, চাকরি ছেড়ে দেবো এবং পদ ছেড়ে চলে যাব।'