'উই কিক করোনা' ক্যাম্পেইন দিয়ে অর্থ সাহায্য

প্রকাশ | ২৩ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় শুরু হয়েছে 'উই কিক করোনা' ক্যাম্পেইন। যে ক্যাম্পেইনে সাহায্যের হাত বাড়িয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি। স্ত্রী আনাকে সঙ্গে নিয়ে তিনি দান করেছেন এক ১০ লাখ ইউরো। পোলিশ তারকা লেভানদোভস্কি বিল্ডকে বলেছেন, 'কঠিন এই পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। আজ আমরা সবাই একই দলের হয়ে খেলছি। তাই সবারই এই লড়াইয়ে শক্তিশালী হতে হবে। আমরা যদি কাউকে সাহায্য করতে পারি, তাহলে সেটা করা উচিত।' তিনি সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন, 'এই পরিস্থিতির প্রভাব আমাদের সবার ওপর পড়ছে। এ কারণে আমাদের সবাইকে বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলা উচিত, যারা বিষয়গুলো ভালো জানে, তাদের কথা শোনা উচিত।। সবার দায়িত্বশীল হওয়া উচিত।'