মাঠে শত্রম্ন, বিপদে পরম বন্ধু

প্রকাশ | ২৩ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টারের দুই ক্লাব-ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। একই শহরের হলেও সমর্থকদের সম্পর্ক আবার দা-কুমড়ার মতো। ডার্বির ম্যাচ হলেই যে যার মতো করে অপেক্ষায় থাকে একে-অন্যকে দেখিয়ে দেয়ার। বৈরীভাবাপন্ন এই দুই ক্লাবকেও এক করে ছেড়েছে করোনাভাইরাস। আর তাই প্রিয় শহরকে রক্ষা করতে একজোট হয়েছে ম্যানইউ ও ম্যানসিটি। যৌথভাবে ১ লাখ পাউন্ড সংগ্রহ করে ট্রাসেল ট্রাস্ট নামের এক ফুড ব্যাংকে দান করেছে ম্যানইউ ও ম্যানসিটি। যে অর্থ দিয়ে ১২০০ গরিব লোককে খাওয়ার ব্যবস্থা করে দেবে ট্রাস্টটি। এ বিষয়ে যৌথ বিবৃতিও দিয়েছে ক্লাব দুটি, 'আমরা গর্বের সঙ্গে আমাদের সমর্থকদের এই ফুড ব্যাংকগুলোর মাধ্যমে সাহায্য করছি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই কঠিন সময়ে দাতব্য কাজটি অনেক উপকার হবে বলে আমরা মনে করি। এই কঠিন সময়ে ইউনাইটেড, সিটি সমর্থকদের সাহায্য করতে পারায় আমরা একসঙ্গে আনন্দিত।' ট্রাসেল ট্রাস্ট হচ্ছে একটি দাতব্য ফুড ব্যাংক যারা ইউনাইটেড ও সিটি ম্যাচের আগে ক্ষুধার্ত মানুষদের জন্য খাদ্য কিংবা অর্থ সংগ্রহ করে। কিন্তু করোনাভাইরাসের কারণে লিগ থেমে যাওয়ায় আপাতত দাতব্য কাজ বন্ধ। বন্ধ হয়ে যাওয়ায় এর ওপর নির্ভরশীল মানুষদের যেন ক্ষুধার্ত না থাকতে হয় সেজন্যই অনন্য উদ্যোগটি বৈরী এই দুই ক্লাবের।