কোয়ারেন্টিন ভাঙায় শাস্তির মুখে জোভিচ

প্রকাশ | ২৩ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সারা পৃথিবীতে দিন দিন করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। এরই মধ্যে সার্বিয়ায় এর প্রভাবে মৃতু্যবরণ করেছেন ১০০ জন। আর এই অবস্থায় স্পেনসহ ইউরোপের যেকোনো দেশ থেকে সার্বিয়ায় ফিরলে এই মুহূর্তে ২৮ দিনের সেলফ কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কিন্তু সেটি মানেননি দেশটির তারকা ফুটবলার লুকা জোভিচ। তাই তিনি পড়েছেন বড় শাস্তির মুখে। স্পেন থেকে ফিরে জোভিচের নিজ বাড়িতে সেলফ আইসলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি তিনি তা লঙ্ঘন করে বেলগ্রেড প্রদেশে বান্ধবীর সঙ্গে দেখা করতে যান বলে অভিযোগ। তাই দেশটির সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে জোভিচের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে সূত্রের খবর শাস্তির হাত থেকে বাঁচতে এক্ষেত্রে নাকি অজুহাতের শরণাপন্ন হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। স্থানীয় প্রশাসনকে জোভিচ জানিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে তিনি ফার্মেসি গিয়েছিলেন ওষুধের খোঁজ করতে।