৫০ লাখ রুপি দান করলেন শচিন টেন্ডুলকার

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৫০ লাখ ভারতীয় রুপি দান করলেন শচিন টেন্ডুলকার। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত এই খাতে সবেচেয়ে বেশি দান করলেন দেশটির এই ক্রিকেট ঈশ্বর। এর আগে দেশটির অনেক ক্রীড়াবিদই তাদের বেতন দান করেছিলেন। কেউ চিকিৎসার নানা উপকরণ দান করেছেন। শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে, শচিন টেন্ডুলকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দুই তহবিলেই অর্থ দেবেন বলে মনস্থির করেছেন। শচিন টেন্ডুলকার এমনিতেই নানা দাতব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। মানবিক সহায়তায় বারবারই তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই তিনি পর্দার পেছনে থেকে এসব উদ্যোগের সঙ্গে যুক্ত থাকেন। করোনার বিরুদ্ধে লড়াইয়েও এগিয়ে এলেন তিনি। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সর্বাধিক অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।