খেলোয়াড়দের বেতন কেটে নেওয়ার ঘোষণা বার্সার

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার খেলোয়াড়দের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না লিওনেল মেসি-সুয়ারেজরা -ফাইল ফটো
কোনো জল্পনা-কল্পনা নয়, অবশেষে সত্যিই খেলোয়াড়দের বেতন কেটে রাখার ঘোষণা দিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতেই কঠিন এই সিদ্ধান্ত নিল স্প্যানিশ ক্লাবটি। করোনাভাইরাসের কারণে থেমে গেছে স্প্যানিশ লা লিগাসহ বিশ্বের প্রায় সব খেলাধুলাই। চলতি সপ্তাহের শুরুতে উয়েফাও জানিয়েছে যে, পিছিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও। থমকে থাকা কিংবা পিছিয়ে যাওয়া এসব খেলা আবার কবে শুরু হবে তা কেউ জানে না। খেলা বন্ধ থাকায় প্রতি সপ্তাহে কোটি কোটি ইউরো হারাচ্ছে বার্সা। টেলিভিশনসত্ত্ব ও ম্যাচ জয়ের প্রাইজমানি হিসেবে যে টাকাগুলো পাওয়া যেত লা লিগার কাছ থেকে সেটাও এখন বন্ধ। একই সময়ে ম্যাচের টিকিট বিক্রি করেও আয় হচ্ছে না। করোনার কারণে বন্ধ হয়ে গেছে বার্সা জাদুঘর। সেই জাদুঘর দেখতে প্রতিদিন শত শত দর্শক আসতেন নু্য ক্যাম্পে। এখন সে খাত থেকে কামাই-রোজগার নেই ক্লাবের। বিভিন্ন দিক থেকে আর্থিক ক্ষতি সামলাতে না পেরে বিশেষ এক স্প্যানিশ শ্রম আইন ব্যবহার করেছে বার্সা। ইআরটিই বা অস্থায়ী কর্মশক্তি সামঞ্জস্য পরিকল্পনা নামের এই আইনে বলা আছে ক্রান্তিকালে চাইলে যেকোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মীদের বেতন কাটছাঁট করতে পারবে। এই আইনেই বলা আছে প্রথম ১৮০ দিন পর্যন্ত ৭০ শতাংশ হারে বেতন পাবেন কর্মীরা। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার সময়ে এই আইন ব্যবহার করেছিল স্পেন। মঙ্গলবার বোর্ড সভার পর এক বিবৃতিতে ইআরটিই নিয়ে বার্সা জানিয়েছে কেবল খেলোয়াড় কিংবা স্টাফই নন, ক্লাবের সবরকম কর্মীদেরই বেতন কেটে নেওয়া হবে ৩০ শতাংশ হারে। বর্তমান উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার আহবান জানানো হয়েছে এই কর্মীদের।