শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বিশ্বাস মাহমুদউলস্নাহ রিয়াদের

শিগগিরই আসবে ভালো সময়

'সবকিছু ঠিকমতো করতে পারলে ইনশালস্নাহ আমরা এ কঠিন সময় পেরিয়ে যাব। ওই ভালো সময় আমাদের থেকে খুব বেশি দূরে নয়, এটা আমি বিশ্বাস করি। সবাই একত্রে দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।'
ক্রীড়া প্রতিবেদক
  ২৯ মার্চ ২০২০, ০০:০০
বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ -ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সবাইকে বাসায় থাকার কথা বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ১০ দিনের ছুটি দেওয়া হলেও কেউ কেউ বাসার বাইরে অপ্রয়োজনেই বের হচ্ছেন। তাদেরকে বার্তা দেওয়া বাংলাদেশের টি২০ অধিনায়ক মাহমুদউলস্নাহর বিশ্বাস, শিগগিরই আসবে ভালো সময়।

শুক্রবার রাতে করোনা থেকে মুক্তি পেতে বেশ কিছু বিষয় নিয়ে চিন্তা করেছেন মাহমুদউলস্নাহ! রাতের সেই চিন্তাগুলোই গতকাল শনিবার দুপুরে ফেসবুকে এক ভিডিও বার্তায় প্রকাশ করেছেন তিনি, 'আশা করছি সবাই বাসায় আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। একটা বিষয় হঠাৎ করে মাথায় এলো, তাই ভাবলাম এ বার্তাটা আপনাদের দেই। গত শুক্রবার রাতে বিষয়টি মাথায় এসেছিল। হয়তো এভাবে অনেকেই চিন্তা করেছেন।'

মাহমুদউলস্নাহ নিজেও আছেন হোম কোয়ারেন্টিনে। সে কারণে সবার অবস্থা তার জানা, 'আমরা কয়েকদিন বাসায় বসে আছি। বাসার নিত্যদিনের কাজগুলো করছি। গাছে পানি দিচ্ছি। বই পড়ছি। ব্যায়াম করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। এসব কাজের মাঝে যেহেতু আমরা কয়েকদিন বাসায় আছি, আমাদের ভেতরে হয়তো একটু অবসাদ চলে আসতে পারে। একটু বোরিং ফিল হতে পারে।'

বিরক্তি এলেও বাইরে না যাওয়ার পরামর্শ মাহমুদউলস্নাহ, 'মাথায় আসতে পারে একটু বাসার নিচে যাই। একটু কয়েকজনের সঙ্গে কথা বলি বা বাসার সামনের মোড় থেকে একটু হেঁটে আসি। যদি কারও মাথায় কিংবা মনে এরকম চিন্তাধারা উঁকি দিয়ে থাকে, সেগুলোও যেন আমরা মাথা থেকে ঝেরে ফেলি। কারণ এ মুহূর্তে বাসায় থাকাটাই নিরাপদ। এটা সময়ের দাবি। এই নিয়মটা যেন আমরা মেনে চলি। এটা যতটুকু আমার জন্য প্রযোজ্য ঠিক আমাদের পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য। আবার অন্যদের এবং তাদের পরিবারের জন্যও প্রযোজ্য। নিজে নিরাপদে থাকি এবং অন্যদের নিরাপদে রাখার চেষ্টা করি।'

করনোভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার অনুষঙ্গ বিষয়গুলো আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি, 'সবাই তো জানি যে আমাদের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হই। যদি বের হই তাহলে যেন মাস্ক ব্যবহার করি। সর্দি, কাঁশির সময় যেন আমরা বাহু ব্যবহার করি। টিসু্য ব্যবহার করতে পারি। এখন সময়ের দাবি বাসায় থাকার। এটা সবার জন্য মঙ্গলজনক।'

মাহমুদউলস্নাহর বিশ্বাস দ্রম্নতই কঠিন সময় পেরিয়ে ভালো সময় দেখবে বাংলাদেশ, 'সবকিছু ঠিকমতো করতে পারলে ইনশালস্নাহ আমরা এ কঠিন সময় পেরিয়ে যাব। ওই ভালো সময় আমাদের থেকে খুব বেশি দূরে নয়, এটা আমি বিশ্বাস করি। সবাই একত্রে দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।'

করোনাভাইরাসের বিরুদ্ধে গোটা বিশ্বের চলতি লড়াইয়ে সামনের সারির সৈনিক স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবন ঝুঁকিতে রেখে তারা আক্রান্তদের বাঁচাতে লড়ছেন। বাংলাদেশের ডাক্তার-নার্সদের কাজ করতে হচ্ছে অনেক সীমাবদ্ধতার মধ্যে। তাদের প্রতি তাই মন থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মাহমুদউলস্নাহ। তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, 'একটা কথা না বললেই নয়, আমাদের ডাক্তারগণ, আমাদের নার্সরা ও চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্যোগ সময়ে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন ও দেশকে সার্ভিস দিচ্ছেন, মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের এই মহৎ কাজের জন্য অবশ্যই পুরস্কৃত হবেন ইনশালস্নাহ।'

লোকজন ঘরে আটকা থকায় দিনমজুর থেকে শুরু করে শ্রমজীবী মানুষরা যে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন, সেটি তুলে ধরে তাদের পাশে থাকার অনুরোধ করেছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার, 'একটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যারা শ্রমজীবী মানুষ, এই মুহূর্তে হয়তো বেকার হয়ে পড়ছেন, তাদের পাশে দাঁড়ানো অনেক বেশি প্রয়োজন। আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে এগিয়ে আসার ও সাহায্য করার।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94475 and publish = 1 order by id desc limit 3' at line 1