ক্রিকেটারদের সহায়তা দেবে বিসিবি

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্কে এক প্রকার কারফিউর মধ্যেই আটকে আছে গোটা দুনিয়া। কর্মক্ষেত্রগুলো বন্ধ হয়ে গেছে, বেকার হয়ে গেছে কোটি মানুষ। থামিয়ে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবন। আপাতদৃষ্টিতে লকডাউন শব্দটা শুনতে স্বাভাবিক মনে হলেও কারও কারও জন্যে সেটা হয়ে দাঁড়িয়েছে বড্ড অমানবিক। আধুনিক বিশ্বে খেলাধুলাই ক্রীড়াবিদদের প্রধান পেশা। থমকে আছে দেশের ক্রিকেটীয় কার্যক্রম। তাই খেলাশূন্য পৃথিবীতে বেকার সময় কাটাচ্ছেন তারাও। সামগ্রিকভাবে ক্রিকেটারদের রুটিরুজির সবচেয়ে বড় উৎস ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেছে একটি রাউন্ড মাঠে গড়ানোর পরই। লিগ আদৌ হবে কি না সেটি নিয়েও আছে শঙ্কা। বিসিবির চুক্তির বাইরে থাকায় দেশীয় ক্রিকেটারদের রোজগারের অন্যতম মাধ্যম ঢাকা প্রিমিয়ার লিগ। কয়েকজন ক্রিকেটার গণমাধ্যমকে জানিয়েছেন ভবিষ্যৎ নিয়ে তাদের শঙ্কার কথা। লিগ মাঠে না গড়ানো মানে তাদের জন্য বিশাল বড় ধাক্কা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার শীর্ষ ১২টি ক্লাবের প্রায় ১৮০ ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিচ্ছে বিসিবি। প্রত্যেক খেলোয়াড়কে ৩০ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। জনপ্রতি অনুদানের হার কম হলেও ১৮০ জন খেলোয়াড়ের পেছনে বিসিবির ব্যয় হবে অর্ধকোটি টাকারও বেশি। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭ ক্রিকেটার। যারা গ্রেড অনুযায়ী মাসিক বেতনের আওতায় আছেন। বাইরে যারা আছেন সেসব পেশাদার ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান অনিশ্চয়তা দূর করতেই এগিয়ে এসেছে বোর্ড। 'টুর্নামেন্ট যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে, বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। অনেকেই চলতি লিগের পারিশ্রমিকের কেবল কিছু অংশ পেয়েছে। এই সহায়তা ওই ক্রিকেটারদের জন্যই।' এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে, যদি প্রয়োজন হয় তবে, মিরপুরের হোম অব ক্রিকেটকে আপৎকালীন কোয়ারেন্টিন সেন্টারের জন্য ছেড়ে দিতেও প্রস্তুত তারা।