লিভারপুলকেই শিরোপা দেয়া হোক

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আর দুটি জয় হলেই হতো লিভারপুলের। তাহলে ঘরে তুলতে পারত বহু আকাঙ্ক্ষিত ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস অলরেডদের সেই স্বপ্নে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে ফুটবল দুনিয়া। চলতি মৌসুম আবার কবে মাঠে গড়াবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমনকি বাতিলও হয়ে যেতে পারে গোটা মৌসুম। আর এমন ঘোষণা এলে কপাল পুড়বে লিভারপুলের। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে রয়েছে অলরেডরা। তাই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি তারকা ইলকাই গুন্দোগান মনে করছেন, লিগ সম্পূর্ণ করা সম্ভব না হলেও লিভারপুলকে শিরোপা দিয়ে দেয়া হবে ন্যায্য সিদ্ধান্ত। করোনায় ৩০ এপ্রিল পর্যন্ত সব খেলা বন্ধ ইংল্যান্ডে। বন্ধ হওয়ার পর থেকেই সমস্বরে অনেককেই বলতে দেখা গেছে, লিভারপুলকে দেয়া হোক শিরোপা। লিগ চালু থাকলে বিনা বাধায় সেটাই হতো। কারণ, টেবিলে সবার চেয়ে ২৫ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষেই আছে তারা। শুধু আর দুটি জয় পেলেই আনুষ্ঠানিকভাবে ৩০ বছরের শিরোপা খরা মেটাতো পারত লিভারপুল। সব কিছু ঝুলে গেছে করোনা পরিস্থিতির কারণে। অবশ্য; ম্যানসিটির জার্মান মিডফিল্ডার গুন্দোগান মনে করেন, মৌসুম শেষ করা না গেলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক লিভারপুলকেই, 'ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে ন্যায্য কথাটা বলতেই হবে। আমাকে যদি বলা হয়, তাহলে বলব অবশ্যই তাদের শিরোপা দেয়া উচিত।' গুন্দোগানের কথায় যুক্তিও আছে। কারণ, উয়েফার সভাপতি সেফেরিন আশঙ্কা প্রকাশ করেই বলেছেন, জুনের মধ্যে শুরু করা না গেলে মৌসুমটা আর শুরু করা যাবে না। জার্মান ব্রডকাস্টার জেডডিএফকে বর্তমান পরিস্থিতির দুটি দিক তুলে ধরে তিনি আরও বলেছেন, 'অবশ্য এখন অনেক মতপার্থক্য তৈরি হয়েছে। মৌসুম বাতিল হলে ক্লাবগুলোর মধ্যে যারা ভালো করেছে, তাদের জন্য বিষয়টি ভালো হবে না। আবার যারা ভালো করতে পারেনি, তারা হয়ত অবনমন অঞ্চলে আছে। মৌসুম বাতিল হলে সেটা তাদের জন্য ভালো হবে।' একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় বেতন কম নিতেও রাজি গুন্দোগান। এরইমধ্যে জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড একই কাজ করেছে। গুন্দোগান তাই এমন পদক্ষেপকে স্বাগতই জানাচ্ছেন, 'অবশ্যই, আমার জন্য এটা কোন সমস্যা নয়। তবে ইংল্যান্ডে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।' উলেস্নখ্য, চলমান সংকটে ২০১৯-২০ মৌসুম বাতিল হয়ে যাওয়ার জোরাল সম্ভাবনা দেখছেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিনও। রোববার তিনি বলেছেন, কেউ জানে না, এই বৈশ্বিক মহামারিটি কবে, কখন শেষ হবে। আমাদের পস্ন্যান এ, বি এমনকি সি-ও আছে। মে মাসের মাঝামাঝি সময় (মৌসুম আবার) শুরু করে জুনে কিংবা জুনের শেষ দিকে ইতি টানার পরিকল্পনা আছে। কিন্তু এই সময়ের মধ্যে যদি এটা শেষ না করা যায়, তাহলে হয়ত এই মৌসুমটি ভেস্তে যেতে পারে।'