চোরের হাতে টিম পেইনের ক্রেডিট কার্ড

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচতে ঘরবন্দি হয়েই আছেন টিম পেইন। কিন্তু এভাবে কতদিন থাকা যায়? শরীর হয়ে যেতে পারে আনফিট। তাই ফিটনেস ঠিক রাখতে নিজের গ্যারেজকে হোম জিমে রূপান্তর করেন। যাতে জিমের সঙ্গে কাভার ড্রাইভের চর্চাটাও করতে পারেন। জরুরিভিত্তিতে কাজটি করতে গিয়ে অস্ট্রেলিয়ান এই অধিনায়কের অনেক ক্ষতি হয়ে গেছে। সেটা কিভাবে? গ্যারেজের জায়গা বের করতে নিজের গাড়ি রেখে ছিলেন রাস্তায়। সুযোগটা পেয়ে হাতছাড়া করেনি চোর। গাড়ির দরজা খুলে নিয়ে গেছে পেইনের ওয়ালেট। এর মধ্যে থাকা ক্রেডিট কার্ডটি এখন চোরের দখলে। চোর ইতোমধ্যে পেইনের ক্রেডিট কার্ড ব্যবহারও করে ফেলেছে। এনএবি (ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক) থেকে তার ক্ষুদে বার্তা পেয়েই অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার বুঝতে পারেন, তার ক্রেডিট কার্ডটি অন্য কেউ ব্যবহার করেছে। করোনা সংকটে বিশ্বের ফুটবলার ও ক্রিকেটাররা তাদের বেতন কম নিচ্ছেন। দেশের ক্রিকেটের ভালোর জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও তাদের প্রাপ্য আয় কাটছাঁট করতে রাজি আছেন বলে জানিয়েছেন পেইন। প্রতি মৌসুমে অস্ট্রেলিয়ান ক্রিকেটের রাজস্ব আয় থেকে ২৬ শতাংশ পান ক্রিকেটাররা। বল টেম্পারিং কেলেঙ্কারির জন্য স্টিভেন স্মিথের নেতৃত্বের ওপর থেকে দুই বছরের নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু এরপরও স্মিথের কাছে নেতৃত্ব ছেড়ে দেয়ার কোনো ইচ্ছা নেই পেইনের। এমনটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বর্তমান অজি অধিনায়ক। করোনা পরিস্থিতি এখন যে দিকে পৌঁছেছে, এতে করে আগামী জুনে বাংলাদেশ সফরে আসাটা অস্ট্রেলিয়ানদের জন্য কঠিন। তাদের এই ক্রিকেট সফর এখন গভীর অনিশ্চতার কালো মেঘে ঢাকা পড়েছে বলে মনে করেন টিম পেইন।