রোনালদোকে ছাড়ছে জুভেন্টাস!

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জুভেন্টাসের জার্সিতে আর নাও দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে -ওয়েবসাইট
করোনাভাইরাসের প্রভাব পড়েছে ইতালির জনপ্রিয় ক্লাব জুভেন্টাসের ওপর। ক্লাবটির ক্ষতিপূরণে কয়েক মাসের বেতন নেবে না জুভ ফুটবলাররা। তারপরও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়তে হচ্ছে তাদের। যদিও রোনালদোর সঙ্গে জভেন্টাসের চুক্তি আগামী ২০২২ সাল পর্যন্ত। তবে কয়েক দিন আগে তার সঙ্গে আরও দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর গুঞ্জন শোনা গিয়েছিল। তবে দিন কয়েকের ব্যবধানে সেই ভাবনা একেবারে উল্টে গেল। চলতি মৌসুমেও ফর্মে তুঙ্গে রয়েছেন রোনালদো। কিন্তু এবার তাকে শুধু আর্থিক কারণে ছেড়ে দিতে চাইছে জুভেন্টাস। যদিও এই সংকটে ক্লাবের ক্ষতি পুষিতে উঠতে রোনালদোরা জুন পর্যন্ত বেতনের ৯০ ভাগই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও সিআর সেভেনের মতো দামি খেলোয়াড়ের ব্যয় বহন করা কঠিন হবে জুভেন্টাসের। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের কাছে সাবেক রিয়াল তারকাকে বেচে দিতে পারে জুভেন্টাস। ইতালিয়ান সংবাদপত্র 'ইল মেসেগেরো'র এক প্রতিবেদন থেকে সে আভাসই পাওয়া যাচ্ছে। এর আগে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাসে আসেন রোনালদো। চুক্তি অনুযায়ী, তিনি প্রতি সপ্তাহে বেতন নেন ৫ লাখ পাউন্ড। বছরে সিআরসেভেনের বেতন প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড। চলতি মৌসুম বাতিল হয়ে গেলে জুভেন্টাস যে আর্থিক ক্ষতিতে পড়বে, তাতে আগামী মৌসুমে রোনালদোকে ধরে রাখা কঠিন হয়ে পড়বে।