সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনা মোকাবিলায় পাশে থাকছে কোয়াব ক্রীড়া প্রতিবেদক করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যন্ত মানুষ। বাংলাদেশেও এতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি সামলাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাই সহযোগিতার হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত উপদেষ্টা কমিটির বিভিন্ন দিক নির্দেশনায় আহ্বায়ক কমিটি রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে কোয়াবের এই সহায়তা কার্যক্রম পরিচালিত করবে। এরই মধ্যে ব্যক্তিপর্যায়ে অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটার অসহায় মানুষের পাশে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন। এবার আনুষ্ঠানিকভাবে কোয়াব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কাছে সহযোগিতা চাইছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সব ক্রিকেট অনুরাগীদের নিম্নোক্ত ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার আহ্বান জানানো যাচ্ছে।' ব্যাংক একাউন্ট : ঙহব ইধহশ খরসরঃবফ, উযধহসড়হফর নৎধহপয, উযধশধ, ইধহমষধফবংয. অপপড়ঁহঃ ঘধসব: ঈৎরপশবঃবৎ'ং ডবষভধৎব অংংড়পরধঃরড়হ ড়ভ ইধহমষধফবংয (ঈডঅই), অপপড়ঁহঃ হড়: ০১৩০১০৫৪৬৯০০৪. ঝরিভঃ পড়ফব: ঙঘঊইইউউঐ. জঘ হড়: ১৬৫২৬১১৮৪. কোয়াব জানায়, সমাজের সকল সচ্ছল ও বিত্তবানদের উচিত অসচ্ছল অসহায় মানুষকে সাহায্যে এগিয়ে আসা। সেই লক্ষ্যেই কোয়াব সবার সমন্বয়ে একটি কমিটি গঠন করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। করোনায় প্রাণ গেল সাবেক মার্শেই সভাপতির ক্রীড়া ডেস্ক করোনাভাইরাসে ক্রীড়াঙ্গনে মৃতু্য হলো আরেকজনের। মঙ্গলবার ফরাসি ক্লাব মার্শেইর সাবেক সভাপতি পাপ দিউফ মারা গেছেন প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে। তার বয়স হয়েছিল ৬৮ বছর। সেনেগালে জন্ম নেওয়া দিউফ মার্শেইর সভাপতি ছিলেন ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত। সভাপতি হয়ে ইতিহাসও গড়েন সে সময়। দিউফের মৃতু্যতে শোক প্রকাশ করেছেন সাবেক ফরাসি ও লিভারপুল স্ট্রাইকার জিবরিল সিসেও, 'ফরাসি ফুটবল আজ মহান এক মানুষকে হারাল।' ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে দিউফই প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি সভাপতি নির্বাচিত হন। এই সময়ে লিগ ওয়ানে দুবার রানার্সআপ হয় মার্শেই। দিউফ সরে দাঁড়ানোর পরের বছর (২০১০ সালে) তার গড়ে দেওয়া মঞ্চেই ফরাসি লিগ চ্যাম্পিয়ন হয় তারা। যেটি ঘটেছিল ১৮ বছর পর! তাই এমন সংগঠকের মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে ক্লাবটিতে। টুইটারে মার্শেই বলেছে, 'ক্লাবের সর্বকালের অন্যতম সেরা কারিগর হিসেবে মার্শেইর হৃদয়ে আজীবন থাকবেন পাপ দিউফ।' বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে ক্রীড়া ডেস্ক করোনাভাইরাস মোকাবিলায় তারকারা যেভাবে পারছেন, সহায়তার হাত বাড়াচ্ছেন। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জস বাটলারও এগিয়ে এলেন, তবে ব্যতিক্রমী পন্থায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে যে জার্সিটি পড়ে তিনি দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। সেই জার্সিটি তুলে দিচ্ছেন নিলামে। সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দিতে অবদান রেখেছেন বাটলার। শেষ বলে যখন দুই রান প্রয়োজন, তখন গাপটিল দ্বিতীয় রানের জন্য দৌড়ালে ছুটে এসে দ্রম্নত স্টাম্প ভেঙে দেন অভিজ্ঞ এই উইকেটকিপার। তাই ঐতিহাসিক এই স্মারকটি অমূল্যই। নিলামে তুললে সেটি যে উচ্চমূল্য হাঁকাবে, এতে সন্দেহ নেই। যে অর্থ যাবে লন্ডনভিত্তিক দুটি হাসপাতালে। টুইটারে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বাটলার জানান, এমন মহৎ উদ্যোগের কথা, 'আমি আমার বিশ্বকাপ ফাইনালের জার্সিটি নিলামে তুলছি। রয়্যাল ব্রম্পটন ও হারফিল্ড হাসপাতালে দান করব এই অর্থ। গত সপ্তাহে তারা জরুরিভিত্তিতে একটি আবেদন জানিয়েছিল। যাতে করোনা মোকাবিলায় জীবনরক্ষকারী যন্ত্রপাতি কিনতে মানুষ সহায়তা করে।' যুক্তরাজ্যও ভয়ানকভাবে মরণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪০০ ছাড়িয়েছে। মারা গেছেন এক হাজার ৪১২জন!