বাফুফের প্রশংসা করলেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সজীব ওয়াজেদ জয়
করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মতো স্থবির হয়ে গেছে পুরো বাংলাদেশও। ২৬ মার্চ থেকে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাদের সাহায্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতিদিন দুপুরে দুইশ অসহায় মানুষকে রান্না করা খাবার দিচ্ছে তারা। তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। লকডাউনের কারণে অন্যদের মতোই বাইরে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ। যে কারণে তারা পড়েছেন মহা বিপদে। কারণ এক দিন কাজ করতে না পারলে আহার জোটে না তাদের। কাজ নেই, খাওয়াও নেই। বেঁচে থাকার অবলম্বন পর্যন্ত নেই সেই অসহায় মানুষের। এই অসহায়দের অন্তত খাদ্য সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি দেশের বিত্তবান অনেক মানুষও খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন অসহায় মানুষের কাছে। অনেক প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে অসহায়দের সাহায্যে। এর মধ্যে একটু ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনাভাইরাসের কারণে দেশে সরকারিভাবে ছুটি শুরু হওয়ার পর বাফুফে প্রতিদিন দুপুরে দুইশ অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণ করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা প্রতিদিন দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে। অসহায়দের পাশে খাদ্য সহযোগিতা নিয়ে দাঁড়ানো বাফুফের এই উদ্যোগের সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে। সেগুলো চোখে পড়েছে সজীব ওয়াজেদ জয়ের। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে তেমনি একটি সংবাদ প্রকাশ করে বাফুফের প্রশংসা করেছেন সজীব ওয়াজেদ জয়। টুইটারে জয় লিখেছেন, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাবে। আমরা একসঙ্গেই করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হবো।'