করোনা মোকাবিলা

অসহায়দের পাশে প্রথম শ্রেণির ক্রিকেটাররা

তামিম-মুশফিক-মাহমুদউলস্নাহরা ছাড়াও এবার অর্ধেক বেতন দান করলেন প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটার

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের বাইরে থাকা ঘরোয়া লিগে অংশগ্রহণকারী প্রথম শ্রেণির ক্রিকেটাররা -ওয়েবসাইট
কদিন আগেই করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত অসহায় মানুষদের সাহায্যার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটারের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে থাকা ক্রিকেটার মিলিয়ে মোট ২৭ জন তাদের বেতনের অর্ধেক দান করেছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটারও। কোয়াবের তহবিলে দান করবেন তামিম-মুশফিক-মাহমুদউলস্নাহরা ছাড়াও মার্শাল আইয়ুব, শামসুর রহমান, এনামুল হক, রনি তালুকদারসহ জাতীয় দলের বাইরে থাকা এবং জাতীয় দলে অভিষেক হয়নি এমন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে গঠিত তহবিলে দান করেছেন এ ক্রিকেটাররা। করোনাভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত আয়ের জন্য ঘর ছেড়ে বের হতে পারবেন না তারা। কঠিন সময়ে অসহায় এ মানুষের পাশে দাঁড়াতে বুধবার তহবিল গঠন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মহামারি করোনাভাইরাসে বিপর্যন্ত মানুষের সহায়তায় তহবিল গঠনের সিদ্ধান্ত জানিয়েছিল কোয়াব। বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও শুভানুধ্যায়ীদের সহায়তা নিয়ে এ আর্থিক তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করে তারা। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের চুক্তিবদ্ধ প্রথম শ্রেণীর ৯১ ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেন। ঘরোয়া ক্রিকেটে জাতীয় লিগে খেলার সুযোগ পাওয়া ক্রিকেটারদের কিছুটা আর্থিক নিরাপত্তার জন্য এই চুক্তি করে থাকে বিসিবি। তিনটি গ্রেডে তারা মাসিক পারিশ্রমিক পায় ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা। তারই অর্ধেক দান করলেন তহবিলে। মানে ৯ লাখ ৮০ হাজার ৩৭৫ টাকা দিচ্ছে কোয়াবের তহবিলে।। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও সম্প্রতি জাতীয় দলে খেলা ২৭ ক্রিকেটার এর আগে প্রায় ২৬ লাখ টাকার মতো দান করেন নিজস্ব তহবিলে। দেশের এই ক্রান্তিকালে ক্রিকেটারদের মানবিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার পরিচয় অত্যন্ত প্রশংসিত হয়েছে সব মহলে। নিঃসন্দেহে প্রথম শ্রেণির ক্রিকেটারদের যোগ হওয়া তাতে আরও বাড়তি মাত্রা পেল। কোয়াবের কার্যক্রমে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভাপতি নাঈমুর রহমান দুর্জয় আছেন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন কমিটিতে। বৃহস্পতিবার দুপুরে কোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও শুভানুধ্যায়ীদের সহায়তা নিয়ে আর্থিক তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের চুক্তিবদ্ধ প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।' বিজ্ঞপ্তির পরের অংশে বলা হয়েছে, 'কোয়াব মনে করে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বর্তমান দুর্যোগ মোকাবিলা সম্ভব। আমাদের সবাইকে অনুধাবন করতে হবে, আমাদের একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্রিকেটারদের স্বার্থরক্ষা ও দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ক্রিকেটারদের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেট উন্নয়ন ও গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।'