অবসরেও ছক কষছেন মোহামেডান কোচ

'আমি আমার ফুটবলারদের চাপে রাখতে চাই না। তাদের সঙ্গে বন্ধুসুলভ ব্যাবহার করে স্বাভাবিক খেলাটা বের করে আনতে চেষ্টা করি। এটাই আসলে ভালো করার মূলমন্ত্র। খেলোয়াড়রাও বেশ আন্তরিক। তাই আমার কাজটা সহজ হয়ে যায়।' -শেন লিন

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মাঠে খেলা নেই। ক্লাবেও খেলোয়াড় নেই। হাতে অফুরন্ত অবসর। কিন্তু তারপরও বসে নেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্রিটিশ কোচ শেন লিন। ফাঁকা সময়টায় অন্য দলের ভিডিও ফুটেজ দেখে তাদের ঘায়েল করার ছক কষছেন ৫৬ বছর বয়সি এই কোচ। গত কয় আসরে সাফল্যের গল্প লেখা না হলেও এবার কোচ শেন লিনের হাত ধরে পুরানো চেহারায় ফিরতে শুরু করেছে সাদা-কালোরা। এবারের লিগে যখন দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছিল তারা। ঠিক তখনই করোনার ছোবলে থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। তবে সবকিছুই শিগগিরই ঠিক হয়ে যাবে এমন প্রত্যাশা সবার। লিগ মাঠে গড়ালে নতুন উদ্যমে শুরু করার প্রত্যাশা লিনের। গেল মৌসুমে রেলিগেশনের শঙ্কায় থাকা দলটার শেষভাগে মোহামেডানে এসেছিলেন এই কোচ। পুরো টুর্নামেন্টে বাজে খেলা ঐতিহ্যবাহী ক্লাবটিকে টেনে তোলেন নয়ে। আর, এবার তো শুরু থেকেই দুর্দান্ত মোহামেডান। ৬ ম্যাচে চার জয় আর দুই হারে তারা আছে টেবিলের চতুর্থ স্থানে। মাঝারি শক্তির দল নিয়ে এতটা ভালো করার রহস্যটা কী? জানতে চাইলে শেন লিন বলেন, 'আমি আমার ফুটবলারদের চাপে রাখতে চাই না। তাদের সঙ্গে বন্ধুসুলভ ব্যাবহার করে স্বাভাবিক খেলাটা বের করে আনতে চেষ্টা করি। এটাই আসলে ভালো করার মূলমন্ত্র। খেলোয়াড়রাও বেশ আন্তরিক। তাই আমার কাজটা সহজ হয়ে যায়।' এবার সাদা-কালোদের ৪ জয়ের মধ্যে অন্যতম সাফল্য ছিল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে দেয়া। এই দল নিয়ে কি প্রথমবারের মতো লিগের শিরোপাটা জিতে আক্ষেপ ঘোচানো সম্ভব মোহামেডানের পক্ষে? শেন লিনের উত্তর, 'এবারের লিগে শিরোপা রেসে থাকার মতো ক্লাব ৪-৫টি। এখনো অনেক খেলা বাকি আছে। আমি বলছি না অসম্ভব। তবে সেজন্য আমাদের প্রতি সপ্তাহে উন্নতি করতে হবে।' একজন ব্রিটিশের হাত ধরে বদলে যাওয়ার গল্প লিখছে মোহামেডান। হাল না ছাড়ার, নতুন সব কৌশলের। বাংলাদেশে এসেছেন এক বছর হলো। করোনার পরও এখানে থাকাটাকে নিরাপদ মনে করেছেন। এর মাঝেই ছক কষছেন নিত্যনতুন। এ প্রসঙ্গে শেন লিন বলেন, 'আমি বাংলাদেশকে ভালোবাসি। এখানকার মানুষ চমৎকার। সবাই পরোপকারী। এখানে থাকাটা বেশ উপভোগ করি। এখন হাতে অখন্ড অবসর। এর মাঝেই অন্যান্য দলের ম্যাচের ফুটেজ দেখে সামনের ম্যাচগুলোর জন্য পরিকল্পনা করছি।' অনির্দিষ্ট কালের জন্য বন্ধ প্রিমিয়ার লিগ। অবস্থা বেগতিক দেখলে নিজ দেশে পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছে শেন লিনের। তারুণ্যনির্ভর এই দল নিয়েই নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন শেন লিন। দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে লড়াই করে ১-০ গোলে হার মানে। তবে তৃতীয় ম্যাচে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু চতুর্থ ম্যাচে সামনে এসে দাঁড়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। মর্যাদার সেই লড়াইয়ে আকাশি-হলুদদের কাছে ৪-০ গোলে হার মানে সাদা-কালোরা। তবে চলতি মৌসুমে ক্লাবটি সব থেকে বড় চমক দেখিয়েছে নিজেদের পঞ্চম ম্যাচে এসে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়ে দিয়ে। ষষ্ঠ ম্যাচে উত্তরা বারিধারা ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে দেয় সাদা-কালোরা।