গ্যাস সিলিন্ডার নিয়ে সানোয়ারের অনুশীলন!

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে লিগ বন্ধ থাকায় নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে অনুশীলন সারছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মিডফিল্ডার সানোয়ার হোসেন -ওয়েবসাইট
প্রিমিয়ার লিগ স্থগিত। ক্যাম্পও ছুটি। বিদেশি ফুটবলাররা ক্লাবে থাকলেও স্থানীয়রা চলে গেছেন যে যার বাড়িতে। ঘরে বসে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জটা উতরাতে যে যেভাবে পারছেন অনুশীলন করছেন বাড়িতেই। কোনো উপায় না পেয়ে একরকম বাধ্য হয়েই গ্যাস সিলিন্ডার নিয়ে অনুশীলন সারছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ১৮ বছর বয়সি তরুণ মিডফিল্ডার সানোয়ার হোসেন। এই ঘাম, শ্রমের লক্ষ্য একটাই-ফুটবলের আঙিনায় নিজের সম্ভাবনাকে পূর্ণতা দেওয়া। প্রিয় খেলোয়াড় রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের মতো মাঝ মাঠটা মুঠোয় রাখা কিংবা জাহিদ হাসান, জামাল ভূইয়ার সমকক্ষ হয়ে ওঠা। দক্ষ হয়ে উঠতে চাই ভালো ফিটনেস। আর সেই ফিটনেস নিশ্চিত করার দুর্নিবার প্রচেষ্টার কারণে গ্যাসের সিলিন্ডার তাই হয়ে গেছে সানোয়ারের অনুশীলনের অনুষঙ্গ। অবশ্য পরিকল্পনার দিক থেকেও যশোর থেকে উঠে আসা এই মিডফিল্ডার বেশ পরিণত। তা না হলে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের তাঁবু ছেড়ে কেন নোঙর ফেলবেন রহমতগঞ্জে? সানোয়ার জানালেন, 'ভবিষ্যৎ নিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলেছিলাম, তারা পরামর্শ দিলেন এই মুহূর্তে মাঠে নিয়মিত খেলার সুযোগ পাওয়াটাই আসল। ইমন বাবু ভাইও বললেন, এখন তোমার খেলার বয়স, যেখানে বেশি খেলার সুযোগ পাবে, সেখানে যাওয়াই ভালো। কিংসও তখন রাখবে কিনা-পরিষ্কার কিছু বলছিল না; আমিও দেখলাম রহমতগঞ্জে গেলে বেশি খেলার সুযোগ পাওয়া যাবে, চলেও এলাম।' চাওয়াটা পূরণ মোটামুটি পূরণ হয়েছে। লিগে রহমতগঞ্জের খেলা ছয় ম্যাচের মধ্যে সানোয়ার খেলেছেন তিনটিতে। গোলও করেছেন একটি। কিংসের হয়ে গত লিগে মাত্র এক ম্যাচ খেলার তুলনায় যা ঢের বেশি। গতবার কিংসের জার্সিতে ওই ম্যাচে খেলেছিলেন মাত্র ১৫ মিনিট। রহমতগঞ্জের হয়ে এরই মধ্যে খেলে ফেলেছেন ২৫৭ মিনিট। ২০১৭ সালে ইস্টার্ন ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল দিয়ে ঢাকা পর্ব শুরু সানোয়ারের। ওই বছরের মাঝামাঝি পিডবিস্নউডির হয়ে খেলেন প্রথম বিভাগ ফুটবলে। ২০১৭-১৮ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে কিংসের প্রিমিয়ার লিগের মঞ্চে উঠে আসায় অবদান ছিল তারও। কিন্তু গত লিগের পর কিংসের সঙ্গে বনিবনা হয়নি। রহমতগঞ্জ হয়েছে নতুন ঠিকানা। সাত ভাই-বোনের বড় সংসারে বেড়ে ওঠা সানোয়ার তাতে ভেঙে পড়ছেন না মোটেও। বড় বোন নিলুফা ইসলাম শান্তা আনসারে, বড় ভাই সরোয়ার হোসেন খেলছেন ভিক্টোরিয়া এফসিতে। তিনি পেরিয়েছেন লিগের চৌকাঠ। দ্রম্নতই কড়া নাড়তে চান জাতীয় দলের দুয়ারে,'স্বপ্ন তো আছেই জাতীয় দলের হয়ে খেলার; দেশকে প্রতিনিধিত্ব করার। ছোটবেলা থেকে পরিবারের সবাই আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফুটবল দিয়েই আমি পরিবারের মুখ উজ্জ্বল করতে চাই।'