ফুটবলাররা সহজ টার্গেট : মাসচেরানো

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনেক কথা চালাচালি হলো। সমালোচনা হলো অনেক। বিশ্বজুড়ে করোনা-দুর্যোগের এই সময়ে মেসিরা শেষ পর্যন্ত এগিয়ে এলেন বার্সেলোনার আর্থিক সংকট সামাল দিতে। তারা কথা দিলেন মাসিক বেতনের ৭০% ছাড় তো দেবেনই, সঙ্গে ক্লাবের অন্য কর্মচারীদের কর্তিত বেতনটাও তারা বহন করবেন। এর আগেই কিন্তু রোনালদোরা তাদের ক্লাব জুভেন্টাস যাতে আর্থিক সংকট উতরাতে পারে সেজন্য চার মাসের বেতন ছেড়ে দিয়েছেন। আর এসব দেখেশুনেই হয়তো হাভিয়ের মাসচেরানো বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে (ইনস্টাগ্রাম লাইভ) বলেছেন, ফুটবলাররা আসলে খুব সহজ টার্গেট। খেলোয়াড়দের আর্থিক সামর্থ্য নিয়ে এত বেশি কথা বলা হয় যে তারা সে কারণেই হয়তো সহজ টার্গেট। এটা এখন ধরেই নেওয়া হয় যে খেলোয়াড়েরা এরকম সাহায্য-সহযোগিতা করতে বাধ্য'-বলেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক ফুটবলার।