ডুঙ্গা দিলেন দশ টন খাবার

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২৬ বছর আগে বিশ্বকাপ ফাইনালে 'শত্রম্ন' ইতালিকে হারিয়ে ব্রাজিলকে চতুর্থ বিশ্বকাপ এনে দিয়েছিলেন অধিনায়ক কার্লোস ডুঙ্গা। দীর্ঘ সময় পর আবারও আরেক 'শত্রু'র বিপক্ষে মাঠে নেমেছেন ইতিহাসের অন্যতম সেরা এই রক্ষণাত্মক মিডফিল্ডার। যদিও এবারের শত্রম্নকে চোখে দেখতে পাচ্ছেন না তিনি। আর সেই শত্রম্নটি হচ্ছে করোনাভাইরাস, সেটি নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাইতো দশ টন খাদ্য নিয়ে ব্রাজিলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ডুঙ্গা। বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৬০ হাজার ১০৪ জন। মৃতের সংখ্যা ৬৯ হাজার ৫০৬ জন। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ছাড়িয়ে করোনাভাইরাস এবার পৌঁছে গেছে লাতিন আমেরিকাতে। মৃতু্যর সংখ্যা দিন দিন বাড়ছে লাতিন দেশগুলোতেও। ব্রাজিলও তার ব্যতিক্রম নয়। দেশটিতে এ পর্যন্ত ৩৫৯ জন মারা গেছে বলে জানা গেছে। মরণব্যাধি করোনার কারণে আপাতত পুরোব্রাজিলই অবরুদ্ধ। যে কারণে দেশটির দরিদ্র জনগোষ্ঠী পড়েছে চরম বিপদে। ঠিক সে সময় তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ডুঙ্গা। দশ টন খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনার প্রকোপ থেকে নিজের দেশের গরিব মানুষকে বাঁচাতে আবারও নিলেন আদর্শ 'ডিফেন্সিভ মিডফিল্ডার' এর ভূমিকা। শুধু দশ টন খাবার দিয়েই ক্ষান্ত হননি ডুঙ্গা। শিশুদের জন্য দিয়েছেন দুই হাজারের মতো ডায়াপারও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই তার এই কর্মকান্ড জানিয়েছেন সবাইকে, 'বাধ্য হয়ে আমাদের অনেককে এখন এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক কিছু এখন করতে হচ্ছে, যা কল্পনাও করিনি আগে।'