ইন্টার মিলানের মেসিস্বপ্ন অলীক নয়

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন জুভেন্টাসে যোগ দেন, তখন লিওনেল মেসিরও ইন্টার মিলানে যাওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও তা গুঞ্জনই থেকে গেছে। দুই বছর পর আবারও সে গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন সাবেক ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাতি। মেসি ইন্টার মিলানের জন্য কোনো 'অলীক' স্বপ্ন নয় বলেই জানিয়েছেন তিনি। আগামী ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে মেসির। কিন্তু তার চুক্তিতে চলতি মৌসুম শেষেই দল ছাড়ার একটি ক্লজ (শর্ত) রয়েছে। এছাড়া বার্সার পক্ষ থেকে নতুন কোনো চুক্তির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। তাই নতুন কোনো ক্লাবে মেসিকে দেখার সম্ভাবনাকে অস্বাভাবিক মনে করছেন না মোরাতি। সম্প্রতি ইতালিয়ান রেডিও রাইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোরাতি বলেন, 'আমার কাছে মনে হয় না এটা কোনো অলীক স্বপ্ন। হয়তো দুর্ভাগ্যজনকভাবে আগে হয়নি। মেসি তার চুক্তির শেষ পর্যায়ে আছে এবং অবশ্যই তখন তাকে ঘরে (ইন্টারে) আনার চেষ্টা করতে হবে। আমি জানি না বর্তমান পরিস্থিতি কোনো কিছু বদলে দেয় কি না, তবে আমি মনে করি, বছর শেষে অদ্ভুত কিছু জিনিস দেখতে পাব।' সাম্প্রতিক সময়ে বার্সেলোনার ওপরে নানা বিষয়ে অসন্তুষ্ট মেসি। একে নেইমারকে দলে ফের টানতে না পারায় ক্লাবের গাফিলতি দেখছেন, তার ওপর সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দের ছাঁটাইয়ের পর স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের মন্তব্যেও বিরক্ত তিনি।