অসহায়-দুস্থদের পাশে সাব্বির

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সাব্বির রহমান রুম্মন
করোনাভাইরাসের কারণে থমকে গেছে পুরো পৃথিবী। যে কারণে বেকার হয়ে পড়েছেন সবাই। এজন্য সবচেয়ে বিপদে পড়েছেন সমাজের নিম্নআয়ের মানুষ। এবার তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাব্বির রহমান রুম্মন। জাতীয় দলের এ তারকা ক্রিকেটার বিভিন্ন সামগ্রী বিতরণ করে করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন। অসহায়দের পাশে দাঁড়িয়ে সাব্বির বলেন, 'এলাকাতে আমি যে মসজিদে নামাজ পড়তাম সেই মসজিদে ৫০০ মাস্ক দিয়েছি। পুরো এলাকায় ৩০০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সাবান দিয়েছি। বাড়ির সামনে সাধারণ মানুষদের জন্য একটা বেসিন লাগিয়েছি। যাতে কেউ হাত ধুতে পারে। এছাড়া বাড়ির আশপাশে যেখানেই ফান্ড আছে সেখানেই অনুদান দিচ্ছি।' সাব্বির আরও বলেন, 'বাসায় জিম করি, রানিং করি, এছাড়া পরিবারের সঙ্গেই সময়টা কাটছে। বাসায় আমার স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করতে পারছি। একদিন বউ রান্না করে, আমি তাকে সাহায্য করি। আবার আমি রান্না করি সে সাহায্য করে।' করোনার কারণে আপাতত খেলা বন্ধ। যে কারণে সবাই হতাশ। ব্যতিক্রম নয় সাব্বির। এ ব্যাপারে তিনি বলেছেন, খেলা বন্ধ হয়ে যাওয়া আমাদের সবার জন্য অবশ্যই হতাশার। আমার মনে হয় এই অবস্থার কারণে পুরো বিশ্ব এক-দেড় বছর পিছিয়ে গেল। টি২০ বিশ্বকাপ হওয়া নিয়েও এখন শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ না হওয়ারই সম্ভবনা বেশি। তবে হতাশা নয়, বিপিএল ভালো খেলতে পারিনি। ভেবেছি ডিপিএলে ভালো করে চেষ্টা করব। অপেক্ষাটা লম্বা হলো। তবে ভেঙে পড়ছি না। যদি বেঁচে থাকি চেষ্টা করব নতুন করে ফেরার।' সাব্বির আরও বলেন, 'করোনা অনেক ভয়াবহ হচ্ছে। আমাদের এখন পরিবারের জন্য হলেও বাসায় থাকতে হবে। এ সময় আলস্নাহকে ডাকুন, নামাজ পড়ুন যাতে তিনি আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করেন। সবাই সচেতন থাকলে আশা করি সব ঠিক হয়ে যাবে।' অফ ফর্মের কারণে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির। তবে তিনি চেয়েছিলেন এবারের ঢাকা ক্রিকেট লিগে ভালো কিছু করে জাতীয় দলের আগের জায়গা দখলে নিতে। কিন্তু করোনা আপাতত তার স্বপ্ন পূরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।