সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্থগিত অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ ক্রীড়া ডেস্ক করোনাভাইরাসের বড় প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার সে তালিকায় যুক্ত হলো অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ। আগেভাগেই স্থগিত করা হলো নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল। যা আগামী আগস্ট-সেপ্টেম্বরে পানামা ও কোস্টারিকায় হওয়ার কথা ছিল। নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল স্থগিতের ব্যাপারে ফিফা ওয়ার্কিং গ্রম্নপ জানায়, বিশ্বজুড়ে চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির কারণে এই প্রতিযোগিতাটিও স্থগিত করা হলো। এর আগে স্থগিত করা হয়েছিল নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলও। ভারতে প্রথমবার নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল চলতি বছরের ২ থেকে ২১ নভেম্বর। পানামা ও কোস্টারিকার প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরে ফিফা ওয়ার্কিং গ্রম্নপ আরো জানায়, 'দ্রম্নত জানানো হবে অনূর্ধ্ব-১৭ ও ২০ বিশ্বকাপ কবে হবে। নতুন ক্রীড়াসূচি চূড়ান্ত করতে একটি কমিটিও তৈরি করেছে ফিফা।' কোহলির রাজত্ব সরিয়ে উইজডেনের সেরা বেন স্টোকস ক্রীড়া ডেস্ক অবিশ্বাস্য নৈপুণ্যে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো, পরে অ্যাশেজে অতিমানবীয় ইনিংস খেলা। ২০১৯ সালে বেন স্টোকস সাফল্যের বিচারে সবাইকে ছাপিয়ে ছিলেন চূড়ায়। অনুমিতভাবেই উইজডেনের 'ওয়ার্ল্ড ক্রিকেটার অব দ্য ইয়ার' মনোনীত হয়েছেন তিনিই। এতে করে গত তিন বছর টানা সেরা হওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির মুকুট হাতছাড়া হলো। বুধবার ক্রিকেটের বাইবেলখ্যাত উইজেড ক্রিকেটার্স অ্যালামনাকের ১৫৭তম সংস্করণ প্রকাশিত হয়েছে। এতে মেয়েদের মধ্যে সেরা হয়েছে অসি অলরাউন্ডার এলিস পেরি। ইংলিশ গ্রীষ্ম ও আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্য নিয়ে প্রতিবছর দেয়া হয় এই পুরস্কার। ২০১৯ সালের ছেলেমেয়ে মিলিয়ে সেরা ৫ ক্রিকেটারের মধ্যেও জায়গা পেয়েছেন পেরি। বাকি চারজন হলেন, জোফরা আর্চার (ইংল্যান্ড), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), সাইমন হারমার (দক্ষিণ আফ্রিকা) অস্ট্রেলিয়া) ও মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া)। গত জুলাইয়ে ফাইনালে চোখ ধাঁধানো ব্যাট করে ইংল্যান্ডকে বিশ্বকাপ পাইয়ে দেন স্টোকস। পুরো আসরজুড়ে দারুণ খেলে হয়েছেন টুর্নামেন্ট সেরাও। পরে অ্যাশেজে অবিশ্বাস্য রান তাড়ায় অতিমানবীয় ইনিংস খেলে জেতান ইংল্যান্ডকে। অ্যাশেজেও সেরা হন স্টোকস। উইজেড সম্পাদক লরেন্স বুথ সে পারফরম্যান্সের কথাই মনে করিয়ে দিয়েছেন, 'স্টোকস গত গ্রীষ্মে এক জীবনের সব খেলাই যেন খেলে দিয়েছে। চোখ ধাঁধানো নৈপুণ্য আর ভাগ্যের সহায়তা মিলিয়ে ফাইনালে আলো ছড়িয়ে বিশ্বকাপ জিতেছে। এরপরে অ্যাশেজে অসাধারণ দুই ইনিংস খেলেছে।' রোনালদিনহো এখন গৃহবন্দি ক্রীড়া ডেস্ক ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোনালদিনহো। সঙ্গে ছিলেন ভাই রবার্তো অ্যাসিস। এই অপরাধে এক মাসের মতো জেলও খেটেছেন। সেই জেল জীবন থেকে অবশেষে নিস্তার মিলেছে দুই ভাইয়ের, তবে পুরোপুরি নয়। পুলিশি প্রহরায় এখন থাকবেন গৃহবন্দি। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলেই দুই ভাইকে গৃহবন্দি করে রাখার রায় দিয়েছেন বিচারক গুস্তাভো আমারিলস্না। তিনি জানিয়েছেন, রোনালদিনহো ও তার ভাইকে একটি হোটেলে গৃহবন্দি করে রাখার রায় দেওয়া হয়েছে। অবশ্য এ জন্য বিশাল অঙ্কের মুচলেকাও দিতে হয়েছে রোনালদিনহোকে। যা ছিল ১.৬ মিলিয়ন ডলার! বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকার কিছু বেশি। গত মাসেই তাদের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দেয় প্যারাগুয়ের আদালত। করোনাভাইরাসের কারণে দেশটিতে চলছে লকডাউন। তাই বিচারক রায় শুনিয়েছেন মোবাইল ফোনে। ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ও তার ভাই প্যারাগুয়ে প্রবেশ করেছেন ৪ মার্চ। প্রতিবেশী দেশে ব্রাজিলের নাগরিকদের পাসপোর্টের কোনো প্রয়োজন হয় না। কিন্তু এর পরেও তারা ভুয়া পাসপোর্ট নিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন। এই অপরাধে শুরুতে পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। আসুনসিওনের যে হোটেলে তারা অবস্থান করছিলেন, সেখানে রেখেই কর্তৃপক্ষ তদন্ত করছিল। দুই দিন বাদেই বিচারক তাদের জেলে পাঠানোর রায় দেন।