অনুশীলনে ফিরছেন মেসিরা

প্রকাশ | ০৯ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসে স্পেনে মারা গেছেন অনেক মানুষ। ভয়াবহ অবস্থা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। তবে এর মধ্যেই লা লিগার দলগুলোর অনুশীলনের অনুমতি দিয়েছে সরকার। ফুটবলে ফেরার প্রথম ধাপে হচ্ছে খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা। বুধবার পরীক্ষা হয়েছে বার্সেলোনার খেলোয়াড়দের। তবে স্বস্তির খবর হলো, লিওনেল মেসিদের সবারই 'নেগিটিভ' ফল এসেছে। স্প্যানিশ লা লিগা মাঠে কবে ফিরবে, সেটি এখনো নিশ্চিত নয়। তবে ক্লাবগুলোর অনুশীলনে ফেরার মাধ্যমে ইতিবাচক ইঙ্গিতই মিলেছে। করোনা পরীক্ষায় সব খেলোয়াড়ের 'নেগিটিভ' আসার পর শুক্রবার থেকেই একক অনুশীলন শুরু করে দেওয়ার কথা আছে বার্সেলোনার। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্পেনের ক্লাবগুলোর অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।