সাকিব-মুশফিকের অন্য রকম জুটি

সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের জুটি জমে গেলে প্রতিপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ। এবার করোনাভাইরাস সংকটে ভিন্ন রকমের এক জুটি গড়েছেন তারা।

প্রকাশ | ১০ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সাকিব-মুশফিক জুটি -ফাইল ফটো
ক্রিকেট মাঠে দুজনে মিলে গড়েছেন অনেক জুটি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের জুটি জমে গেলে প্রতিপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ। এবার করোনাভাইরাস সংকটে ভিন্ন রকমের এক জুটি গড়েছেন তারা। এই জুটি অবশ্য মানবতার জন্য। সাকিবের স্বীকৃত পেজ থেকে জানানো হয়, করোনাভাইরাসের মহামারির সময়ে সংকটময় পরিস্থিতিতে দুজনে নিয়েছেন যৌথ উদ্যোগ। মুশফিকের নিজ এলাকা বগুড়ায় সাড়ে তিনশ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন তারা। সাকিবের পেজে লেখা হয়, 'বাইশ গজের পিচে গড়েছেন দারুণ সব জুটি। এবার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম এক হয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের। সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে সম্মিলিত প্রচেষ্টায় মুশফিকুর রহিম পাশে দাঁড়িয়েছেন ৩৫০টি পরিবারের। এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য বগুড়া জেলা স্কুলের সাহসী প্রাক্তন ছাত্রদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। মুশফিকুর রহিমকে ধন্যবাদ।' সাকিবের পেজে যুক্ত করা ছিল মুশফিকের ভিডিও। ভিডিও বার্তায় মুশফিক জানান, সবাই মিলে এই সংকট মোকাবিলায় তারা দৃঢ়প্রতিজ্ঞ, 'সাকিব ও আমার অনেক দুর্দান্ত জুটি আছে মাঠে। তবে এখনো পর্যন্ত সেরা জুটি এটিই। সাকিব ও সাকিব আল হাসান ফাউন্ডেশনকে ধন্যবাদ, যাদের অর্থায়নে আমার নিজ শহর বগুড়ায় ৩৫০টির বেশি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ, তাদের পরিশ্রমে ত্রাণ বিতরণ সম্ভব হয়েছে। আমি আশা করছি, আমরা সবাই একসঙ্গে এই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় লাভ করব।'