ফিফার সিদ্ধান্তে অখুশি কনমেবল

প্রকাশ | ১০ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জরুরি পরিস্থিতিতে ফিফার বদলি খেলোয়াড় বাড়ানোর সিদ্ধান্তে অসন্তুষ্ট দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল। করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম আবার শুরু হলে ঠাসা সূচিতে বাড়তে পারে ফুটবলারদের চোট। তাদের সুরক্ষার কথা চিন্তা করে শুক্রবার সংকটকালীন ম্যাচে বদলি খেলোয়াড় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে ফিফা। ফিফার এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি কনমেবল। ওই দিনই এক টুইট বার্তায় নিজেদের অবস্থান তুলে ধরেন সংস্থাটির প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেস, 'এই পরিবর্তন আমাদের অবাক করেছে। এটি আমাদের কনফেডারেশনের সঙ্গে পরামর্শ করে করা হয়নি।' আর যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে, সেগুলোয় এই নিয়ম প্রযোজ্য হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের।