কে সেরা, সেরেনা না ভেনাস?

তারা একে অন্যকে ছাড়িয়ে যেতে প্রাণপণ চেষ্টা করেন। তাতে কখনো সেরেনা আবার কখনো ভেনাস এগিয়ে গেছেন। যে কারণে একাধিকবার প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে সেরা কে

প্রকাশ | ১০ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস
সম্পর্কে তারা বোন। তবে টেনিস কোর্টে যখন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস নামেন তখন কিন্তু তাদের এ পরিচয় প্রতিদ্বন্দ্বিতায় কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তাইতো তারা একে অন্যকে ছাড়িয়ে যেতে প্রাণপণ চেষ্টা করেন। তাতে কখনো সেরেনা আবার কখনো ভেনাস এগিয়ে গেছেন। যে কারণে একাধিকবার প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে সেরা কে। গ্র্যান্ড স্স্নাম সিঙ্গেলসে সেরোনার শিরোপা আছে ২৩টি, ডাবলসে ১৪টি, মিক্সড ডাবলসে ২টি। এছাড়া অলিম্পিক গেমসে ৪টি স্বর্ণ ছাড়াও অসংখ্য ছোট বড় টুর্নামেন্টের ট্রফি ঝুলিতে পুড়েছেন এই উইলিয়ামস কন্যা। টেনিসের বাইরে ব্যক্তিগত জীবনে সেরেনা একজন মা-ও। ২০১৬ তে অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে নতুন জীবন শুরু করেন সেরেনা। তারপরের বছরই সেরেনার কোল আলো করে পৃথিবীতে আসে তার কন্যা অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়র। অন্যদিকে, ভেনাসের অর্জনেরও খাতাটা কিন্তু বেশ লম্বা। গ্র্যান্ড স্স্নামে তারও আছে খ্যাতি। সিঙ্গেলসে সেরেনার মতো অত সাফল্য না থাকলেও ডাবলসে ১৪টি, মিক্সড ডাবলসে ২টি আর অলিম্পিকে ৪টি স্বর্ণ আছে। এর বাইরে ছোট বড় অন্যান্য অর্জন তো আছেই। কোর্টে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে রাজত্ব করছেন ভেনাস-সেরেনা। টানা প্রায় ৩০০ সপ্তাহ সিঙ্গেলস আর আট সপ্তাহ ডাবলসর্ যাংকিংয়ে শীর্ষস্থান দখলে ছিল তাদের। যা টেনিস ইতিহাসে প্রথম। এরপর ২০১০ সালে আরও একবার এমন ঘটনা ঘটে যেখানে দুই শীর্ষস্থানই থাকে তাদের দখলে। সেবার অবশ্য সেরেনা থাকে শীর্ষে। এমন অসংখ্যবার হয়েছে, যখন বোনের সম্পর্ক নয়, কোর্টে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন দুজন। এছাড়া ডাবলসে পার্টনার হিসেবেও সঙ্গ দিয়েছেন একে অপরকে। কিন্তু এখনো তাদের মধ্যে কে সেরা নির্বাচন করা যায়নি। যে কারণে আজও থেকে গেছে প্রশ্নটি।