সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মুশফিকের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মাশরাফি ক্রীড়া প্রতিবেদক বাংলায় একটি প্রবাদ আছে, 'ছোট মরিচে ঝাল বেশি'। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রাণভোমরা মুশফিকুর রহিমের জন্মদিনে সেই কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একইসঙ্গে দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও তুলে ধরলেন তিনি। গতকাল শনিবার ৩৩ বছরে পা দিলেন মুশফিকুর রহিম। এই শুভদিনে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মাশরাফি। সেখানে ক্যাপশনে লেখেন, 'বলে না, পিচ্চি মরিচে ঝাল বেশি? চালায়ে যা মুশফিকুর রহিম। আরও ঝাল দেখা তোর। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, বান্টু।' করোনাভাইরাসের কারণে বর্তমানে সবধরনের খেলা বন্ধ। এই সময়টা বগুড়ায় নিজের বাসাতে বসেই কাটিয়ে দিচ্ছেন মুশফিক। সেখানেই ফিটনেস রক্ষায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই টাইগার ব্যাটসম্যান। এর পাশাপাশি অসহায় মানুষদের পাশে এসেও দাঁড়িয়েছেন তিনি। নিজের জন্মদিনে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছেন মিস্টার ডিপেন্ডেবল। প্রাপ্ত অর্থের পুরোটাই বিলিয়ে দেবেন আর্তমানবতার সেবায়। মাশরাফি বিন মর্তুজা নিজ এলাকা নড়াইলে মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন। সংসদ সদস্য হিসেবে সর্বাত্মকভাবে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। তবে কাজের ফাঁকেও দুজনের মজবুত সম্পর্কটা আরেকবার দেখিয়ে দিলেন নড়াইল এক্সপ্রেস। বিপিএলে ভাগ্য নির্ধারণী সভা বাতিল ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্যে কী আছে, তা নির্ধারণ করতে সোমবার জরুরি সভায় বসার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির। স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত- এই একটি মাত্র এজেন্ডায় জরুরি সভা ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। কিন্তু শনিবার সেই সভা বাতিল ঘোষণা করা হয়েছে। বাফুফে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে ছুটি চলছে তা শেষ হলে এবং দেশের পরিস্থিতি অনুকূলে আসার পর ওই সভা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এই সভায়। গত ২৫ এপ্রিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি সভায় বসেছিল। তখন প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব লিগ বাতিলের পক্ষে মত দিয়েছিল। লিগ কমিটি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে বাফুফে নির্বাহী কমিটির ওপর। এখন বাফুফেই নির্ধারণ করবে এ মৌসুমের প্রিমিয়ার লিগের ভাগ্য। অনেক ক্লাব মত দিয়েছিল লিগ চালালেও যেন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে হয়। কারণ, অনেক ক্লাবের বিদেশি ফুটবলার চলে গেছেন। তারা কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। অন্য কোনো উপায় বের করা যায় কি না, তা নিয়ে ভাবার পক্ষেও ছিল মত। উঠে আসা সব প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাফুফে। উলেস্নখ্য, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের মাত্র ৬ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার পর করোনা পরিস্থিতির কারণে লিগ স্থগিত করে দেয় বাফুফে। ক্লাবগুলোও তাদের খেলোয়াড়দের ছুটিতে পাঠিয়ে দেয়।