বুন্দেসলিগা শুরুর আগে বড় ধাক্কা

প্রকাশ | ১১ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সব প্রস্তুতি নেওয়া শেষ। সূচিও চূড়ান্ত। আগামী ১৬ মে থেকে ফের শুরু হওয়ার কথা জার্মানির শীর্ষস্থানীয় ফুটবল আসর বুন্দেসলিগা। কিন্তু এর আগে বেশ বড় ধাক্কা খেয়েছে তারা। কারণ দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেসডেনের দুই খেলোয়াড়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে পুরোদলকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে। গত শুক্রবার দলের সব খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করায় বুন্দেসলিগা ২'র ক্লাব ড্রেসডেন। সেখানে দুইজন নতুন করোনাভাইরাস পজিটিভ হয়। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানিয়েছে, 'পরিস্থিতি বিশ্লেষণের পর, শনিবার ড্রেসডেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, কোচিং স্টাফসহ পুরো স্কোয়াডকে এখন ঘরে ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে। এ কারণে, পরিকল্পনা অনুযায়ী লোয়ার স্যাক্সনিতে খেলতে যেতে পারবে না ক্লাবটি।'